For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দূরশিক্ষার মাধ্যমে কোনও পাঠক্রম করছেন কি, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সজাগ হন

এবার থেকে দূরশিক্ষার মাধ্যমে কোনও কারিগরি শিক্ষার পাঠক্রম করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমনটাই জানিয়েদিল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে দূরশিক্ষার মাধ্যমে কোনও কারিগরি শিক্ষার পাঠক্রম করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমনটাই জানিয়েদিল সুপ্রিম কোর্ট।

দূরশিক্ষার মাধ্যমে কোনও পাঠক্রম করছেন কি, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সজাগ হন

দূরশিক্ষার মাধ্যমে কারগরি শিক্ষাকে মঞ্জুরি দিয়েছিল ওড়িশা হাইকোর্ট। সেই আদেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপিত আদর্শ কুনার গোয়েল এবং বিচারপতি উদয় উমেশ ললিতের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে দেশের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের দূরশিক্ষার মাধ্যমে দেওয়া ডিগ্রিও বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল, তামিলনাড়ুর বিনয়ক মিশন রিসার্চ ফাউন্ডেশেন, জেআরএম রাজস্থান বিদ্যাপীঠ, রাজস্থানের ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ এবং এলাহাবাদ এগ্রিকালচারাল ইনস্টিটিউট। তবে এই প্রতিষ্ঠানগুলি থেকে ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা এআইসিটিই-র থেকে পরীক্ষা দিয়ে ডিগ্রি পেতে পারবে।

দূরশিক্ষা ব্যবস্থা সারা দেশেই এখন আগের থেকে অনেকটাই উন্নত। তবে এআইসিটিই-র থেকে অনুমোদন নেওয়ার পর অনেক বেসরকারি সংস্থাই মোটার টাকার মাধ্যমে ব্যবসায় লিপ্ত বলে অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে অভিযোগও জমা পড়েছিল।

সর্বোচ্চ আদালত জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর মতো কারিগরি শিক্ষাকে দূরশিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যাবে না। দেশের সর্বত্র শিক্ষার মান বজায় রাখতেই এই নির্দেশ বলে জানিয়েছেন দুই বিচরপতি।

English summary
Mechanical education through distance mode will not be given permitted tells supreme court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X