For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে গোহত্যার অভিযোগে যুবককে বেধড়ক মার পুলিশের!এইমসে মৃত্যু যুবকের

গরু জবাইয়ের অভিযোগে বরেলির এক যুবককে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ব্যাপক মারধরের অভিযোগ। পরে দিল্লির এইমস-এ ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গরু জবাইয়ের অভিযোগে বরেলির এক যুবককে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ব্যাপক মারধরের অভিযোগ। পরে দিল্লির এইমস-এ ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

 যোগীর রাজ্যে গোহত্যার অভিযোগে যুবককে বেধড়ক মার পুলিশের!এইমসে মৃত্যু যুবকের

১৪ জুন সেলিম কুরেশি ওরফে মুন্না নামে যুবককে উত্তর প্রদেশ পুলিশের দুই কনস্টেবল বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাঁকে স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। যুবকের স্ত্রী ফরজানা পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করেছেন।

দিল্লির এইমসে ওই যুবকের মৃত্যু হয়েছে ২১ জুন।

বরেলির বরাদারি এলাকায় সেলিম কুরেশি ওরফে মুন্না নামে ওই যুবকের একটি ছোট মাংসের দোকান ছিল। সেলিমের স্ত্রী তাঁর অভিযোগে বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধির স্বামী অঞ্জুম খানের অভিযোগের ভিত্তিতে কাঁকড়তোলা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার আলি মিয়া জায়েদি যুবককে ডেকে পাঠান।

মারধরের জেরে আশঙ্কাজনক সেলিম কুরেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছিলেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে দিল্লিতে পাঠানো হয়।

যুবকের দেহ বাড়িতে আসার পরে, স্থানীয়রা দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান।

জেলার দায়িত্বপ্রাপ্ত এসএসপি কমলেশ বাহাদুর বলেছেন, অভিযুক্ত দুই কনস্টেবল শ্রীপাল, হরিশঙ্কর এবং কাঁকড়তলা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

পুলিশের তরফে দুই কনস্টেবল এবং অঞ্জুম খান-সহ আরও দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

English summary
Meat seller from Barelly is thrashed by cops for alleged cow slaughter and died in AIIMS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X