For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাম'-এর ভ্যাকসিনেই আটকাবে শিশুদের করোনা

  • |
Google Oneindia Bengali News

করোনার তৃতীয় ওয়েভে শিশুদের সংক্রমিত হপয়ার আশঙ্কা করেছেন অনেকে৷ ১৮ বছরের নীচের মানুষের জন্য এখন করোনা ভ্যাকসিন বাজারে আসেনি৷ আবার কোভিডের তৃতীয় ওয়েভ দুয়ারে এসে কড়া নাড়ছে৷ দেশেও কয়েক জায়গাতে ডেল্টা প্লাস কোভিডের স্ট্রেন পাওয়া গিয়েছে সংক্রমিতদের শরীরে৷ এই অবস্থায় আশার কথা শোনাচ্ছে বিজে মেডিক্যাল কলেজ পুনে।

হাম-এর ভ্যাকসিনেই আটকাবে শিশুদের করোনা

পুনের মেডিক্যাল কলেজের পক্ষ থেকে চালানো একটি গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য৷ হামের ভ্যাকসিন নেওয়া রয়েছে এরকম শিশুরা করোনায় সংক্রমিত হচ্ছে না৷ কিংবা হাম ভ্যাকসিন নেওয়া শিশুরা করোনায় সংক্রমিত হলেও তাদের খুবই অল্প উপসর্গ থাকছে৷

কী বলছেন শিশু বিশেষজ্ঞ নীলেশ গুজ্জর?

দেশের অন্যতম পরিচিত শিশু চিকিৎসক ডঃ নীলেশ গুজ্জর সংবাদমাধ্যমকে বলেন, 'বিশ্বে এই প্রথম এই ধরনের গবেষণা হল। সার্স-কোভি-২ এর অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স প্রায় ৩০ শতাংশ রুবেলা ভাইরাসের মতো। তাই আমরা গবেষণার জন্য এমএমআর ভ্যাকসিনগুলিকে নির্বাচন করি। কোভিডের স্পাইক (এস) প্রোটিনের সঙ্গে সাদৃশ্য রয়েছে হামের ভাইরাসের হিমাগ্লুটিনিন প্রোটিনের সঙ্গে। এই কারণেই আমরা হামের ভ্যাকসিন নিয়ে গবেষণা চালিয়ে গিয়েছি৷ যার ফলাফল আশাব্যঞ্জক।'

পুনের মেডিক্যাল কলেজের গবেষণায় আরও জানা গিয়েছে হামের ভাইরাস প্রায় ৪৭.২ শতাংশ সুরক্ষা দেয় কোভিড থেকেও৷ এই গবেষণাটি জার্নাল অফ হিউম্যান অ্যান্ড ইমিউনোথেরাপিউটিক্স-এ ও প্রকাশিত হয়েছে।

English summary
Measles vaccine, can protect children, from Covid, Covi-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X