For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখ বালিকার অপহরণ এবং ধর্মান্তর! পাকিস্তানের কাছে উদ্বেগ প্রকাশ ভারত

শিধ বালিকা অপহরণ এবং ধর্মান্তর নিয়ে পাকিস্তানের কাছে উদ্বেগের কথা জানাল ভারত। শিখ বালিকাকে অপহরণ করে তাকে মুসলিম ধর্মে নিতে বাধ্য করাহয়।

  • |
Google Oneindia Bengali News

শিধ বালিকা অপহরণ এবং ধর্মান্তর নিয়ে পাকিস্তানের কাছে উদ্বেগের কথা জানাল ভারত। শিখ বালিকাকে অপহরণ করে তাকে মুসলিম ধর্মে নিতে বাধ্য করা হয়। এরপর তাকে এক মুসলিমের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয় নানকানা সাহিবে। নানকানা সাহিব গুরুনানকের জন্মস্থান হিসেবে বিখ্যাত। ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থার তরফ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাই পাকিস্তানের সামনে তুলে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। জানানো হয়েছে বিদেশ দফতরের তরফ থেকে।

শিখ বালিকার অপহরণ এবং ধর্মান্তর! পাকিস্তানের কাছে উদ্বেগ প্রকাশ ভারত

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের কাছে বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। বিষয়টি নিয়ে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছেও আবেদন জানিয়েছেন, যাতে তিনি(জয়শঙ্কর) পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

গুরুনানকের জন্মস্থান নানকানা সাহিবে এক শিখ গুরুর কন্যাকে অপহরণের ঘটনা ঘটেছে। তাকে অপহরণের পর ধর্মান্তরিত করে এক মুসলিমের সঙ্গে জোর করে বিয়েও দেওয়া
হয় বলে অভিযোগ। সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে শোনা যাচ্ছে শিখ কন্যা বলছে সে মহম্মদ এহসানকে বিয়ে করছে নিজের ইচ্ছায়। পরিজনরা কন্যার বয়স ১৬
কিংবা ১৭ বললেও, নিজের বয়স সে ১৯ বলেই দাবি করেছে সে।

পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সেখানকার প্রশাসন। পঞ্চাব প্রদেশের মুখ্যমন্ত্রী সর্দার উসমান বুঝদার এই তদন্তের নির্দেশ দিয়েছেন।
এন্যদিকে এই কন্যার পরিবারের তরফ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভিডিও আবেদন করা হয়েছে।

মোদী সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

English summary
MEA says India has shared the concerns with Pakistan over Sikh girl’s abduction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X