For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অরুণাচলে মোদীর সফর নিয়ে চিনের আপত্তির কড়া জবাব দিল ভারত

চিনকে স্পষ্টভাবে জানানো হল, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

  • |
Google Oneindia Bengali News

অরুণাচল প্রদেশে ভারত বড় কোনও অনুষ্ঠান করলেই গায়ে লেগে যায় চিনের। কোনওভাবেই চিনারা চায় না, অরুণাচল প্রদেশে ভারত ভালো কিছু করুক। তা সে দলাই লামার অনুষ্ঠান হোক অথবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। অরুণাচলকে ভারত থেকে আলাদা করে রাখতে চায় চিন। আর এদিন তাই মোদীর অরুণাচল প্রদেশ সফরের পর নিজেদের আপত্তি জানিয়ে মোদীর সফরের নিন্দা করে চিন।

অরুণাচলে মোদীর সফর নিয়ে চিনের আপত্তির কড়া জবাব দিল ভারত

এই প্রেক্ষিতে একেবারে সরাসরি নিজেদের অবস্থান জানিয়ে দিল ভারত। চিনকে স্পষ্টভাবে জানানো হল, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

বেজিংকে কড়া বার্তা দিয়ে নয়াদিল্লির তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ভারতীয় নেতারা অরুণাচলপ্রদেশে যেতেই থাকেন। ঠিক যেভাবে তাঁরা দেশের অন্য প্রান্তে যান। এটা চিনকে বহুবার ব্যাখ্যা করা হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরের পর চিন বলে, ভারতের উচিত চিনের ভাবনাকে সম্মান জানানো। এমন কিছু না করা যাতে দুই দেশের সম্পর্কে তাঁর প্রভাব পড়ে। কারণ স্পষ্ট করে বললে, চিন চায়না ভারতের কোনও নেতা অরুণাচল প্রদেশে আসুন। কারণ এই রাজ্যকে দক্ষিণ তিব্বত হিসাবে দাবি করে চিন। ভারতের অংশ বলে নয়।

এরপরই পাল্টা ভারতও নিজেদের সুদৃঢ় ও স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে।

English summary
MEA rubbishes China's objection to PM Narendra Modi's Arunachal Pradesh visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X