For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ বছরে মোদী সরকার! ভারতীয়দের 'নিরাময় স্পর্শ' সুষমার মন্ত্রকের

মোদী সরকারের চার বছরের শাসনকালে বিদেশমন্ত্রক একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা।

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকারের চার বছরের শাসনকালে বিদেশমন্ত্রক একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা। সুষমা স্বরাজের অধীন বিদেশমন্ত্রক প্রায় ১০ হাজার ভারতীয়কে দেশে ফেরত এনেছে। এছাড়াও ডোকলাম সমস্যার সমাধানেও উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল বিদেশমন্ত্রক। সুষমা স্বরাজ বলেছেন, ডোকলামে স্থিতাবস্থার কোনও পরিবর্তন হয়নি।

৪ বছরে মোদী সরকার! ভারতীয়দের নিরাময় স্পর্শ সুষমার মন্ত্রকের

সুষমা স্বরাজ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্টের মধ্যে আলোচনায় দুদেশের মধ্যে বিশ্বাসযোগ্যতা জোরদার হয়েছে। যুদ্ধ ছাড়াই আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

চিনে কৈলাস-মানস সরোবরের পূণ্যার্থীদের পবিত্র স্নান নিয়ে অভিযোগ প্রসঙ্গে বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই অভিযোগ ঠিক নয়। তিনি বলেছেন, লেকে পবিত্র স্নানের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে এবং সেটি বজায় থাকবে।

বিদেশে সংকটে পড়া ভারতীয়দের ফেরত আনার ঘটনাবলি

  • ২০১৪ সালে ইউক্রেন থেকে ১১০০, লিবিয়া থেকে ৩৭৫০ এবং ইরাক থেকে ৭২০০ জনকে ফিরিয়ে আনা হয়
  • ২০১৫ সালে ইয়েমেন থেকে ৪৭৪৮ জন
  • ২০১৬-তে দক্ষিণ সুদান থেকে ১৫৩ জন
  • ২০১৬ তে শ্রম সমস্যার কারণে সৌদি আরব থেকে ১৫০০ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়

এছাড়াও,

  • ফাদার অ্যালেক্স প্রেম কুমার এবং যুডিথ ডিসুজাকে আফগানিস্তান থেকে মুক্ত করা হয়।
  • ইয়েমেন থেকে উদ্ধার করা হয় কেরলের বাসিন্দা সিস্টার স্যালিকে।
  • সৈয়দ আসিফ আলি নিজামি এবং তার ভাইপো নিজাম আলি নিজামীকে পাকিস্তান থেকে ফেরত আনা হয়েছে।

ই-ভিসার সুবিধা দেওয়া হয়েছে ১৮০-র বেশি দেশে।

English summary
MEA provided healing touch to Indians trapped abroad in 4 years of Modi govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X