For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক বিক্ষোভ নিয়ে চর্চা হলিউড-ইউরোপে! গ্রেটা-রিহানাদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ভারতের

Google Oneindia Bengali News

কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলনের সমর্থনে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন পপ তারকা রিহানা থেকে পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ৷ রিহানা, থুনবার্গদের মতো বিদেশি তারকাদের এই টুইট নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানাল বিদেশমন্ত্রক৷ আজ বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'আমরা জোর দিয়ে বলতে চাই যে এই বিক্ষোভগুলি অবশ্য়ই ভারতের গণতান্ত্রিক নীতি ও শালীনতার প্রেক্ষাপটে দেখা উচিত৷'

সমস্যার সমাধানের চেষ্টা চালানো হচ্ছে

সমস্যার সমাধানের চেষ্টা চালানো হচ্ছে

কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের সঙ্গে এই সমস্যার সমাধানের সবরকম চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, 'সরকারের তরফে এবং সংশ্লিষ্ট কৃষক সংগঠনের তরফে এই সমস্যার সমাধানের চেষ্টা চালানো হচ্ছে৷' সেই সঙ্গে ওই বিবৃতিতে হ্যাশট্যাগ 'ঐক্যবদ্ধ ভারত' এবং 'ভারত প্রচারের বিরুদ্ধে' বলে উল্লেখ করা হয়েছে৷

সরকারের তরফে কড়া ভাষায় এর প্রতিবাদ

সরকারের তরফে কড়া ভাষায় এর প্রতিবাদ

সেই সঙ্গে সরকারের তরফে কড়া ভাষায় এর প্রতিবাদ করে বলা হয়েছে, 'এই জাতীয় মন্তব্য করার আগে আমরা অনুরোধ করব বিষয়টি নিয়ে নিশ্চিত হন এবং বুঝেশুনে হস্তক্ষেপ করুন৷ সংবেদনশীল বিষয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ও মন্তব্য় প্রভাব ফেলে, বিশেষ করে সেটা যখন কোনও তারকা বা সেই গোত্রের কেউ করেন৷ এটা গ্রহণযোগ্য নয় এবং দায়িত্বশীলতার পরিচয় নয়৷'

রিহানা-গ্রেটার টুইট

রিহানা-গ্রেটার টুইট

প্রসঙ্গত, পপ তারকা রিহানা এবং পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ টুইটারে দু'টি পোস্ট করেছিলেন দিল্লিতে কৃষকদের আন্দোলন নিয়ে৷ যেখানে আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে বিশ্বের কাছে বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন৷ সদ্য নোবেলে শান্তি পুরস্কারে মনোনীত হওয়া গ্রেটা গতকাল কৃষকদের পক্ষে টুইট করেন। টুইটারে জানান, 'আমরা ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে আছি।'

কৃষক আন্দোলনের একটি প্রতিবেদনও শেয়ার করেন গ্রেটা

কৃষক আন্দোলনের একটি প্রতিবেদনও শেয়ার করেন গ্রেটা

গ্রেটা দিল্লির কৃষক আন্দোলনের একটি প্রতিবেদনও শেয়ার করেন। প্রতিবেদনটিতে রয়েছে, সোমবার দিল্লির বিভিন্ন জেলায় কেন্দ্রীয় সরকার বিক্ষিপ্তভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। আন্দোলন থামাতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। উল্লেখ্য, আন্তর্জাতিক পপ তারকা রিহানা আগেই কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন৷ এরপর গ্রেটাও একই বিষয়ে টুইট করলেন।

রিহানার টুইটার হ্যান্ডেলে ১ লক্ষ ফলোয়ার বেড়ে যায়

রিহানার টুইটার হ্যান্ডেলে ১ লক্ষ ফলোয়ার বেড়ে যায়

এদিকে রিহানা টুইটারে লিখেছিলেন, 'আমরা এই বিষয়ে কেন কথা বলছি না!' এই টুইটের এক ঘণ্টার মধ্যে পপ তারকার টুইটার হ্যান্ডেলে ১ লক্ষ ফলোয়ার বেড়ে যায়। দিল্লির কৃষক আন্দোলনের পরিস্থিতির ছবি ও খবরের লিঙ্ক তুলে ধরে টুইট করেছিলেন রিহানা। ভারতের কৃষক আন্দোলনকে কেবল গ্রেটা, রিহানারাই সমর্থন করেনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছেন বলে জানিয়েছিলেন।

English summary
MEA issued a statement after a few foreign individuals commented on the ongoing farmers’ protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X