For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তিনিও! মমতার ব্রিগেডে যোগ দেওয়া যশবন্ত বললেন মনের কথা

প্রধানমন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন তিনিও। দিল্লিতে এক অনুষ্ঠানে নিজেই জানালেন বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন তিনিও। দিল্লিতে এক অনুষ্ঠানে নিজেই জানালেন বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। পরবর্তী ৫ বছরে ভারতীয় অর্থনীতির সঠিক পথ নিয়ে কী হওয়া উচিত তা নিয়ে বক্তব্য রাখছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সময় যশবন্ত সিনহা সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ পদের কাছাকাছি রয়েছেন তিনিও।

প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তিনিও! মমতার ব্রিগেডে যোগ দেওয়া প্রভাবশালী বললেন মনের কথা

দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজে এক অনুষ্ঠানে, দুবারের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বলা হয়েছিল, কাজের সুযোগ তৈরি করতে তাঁর স্বপ্নের রাস্তা কী হতে পারে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপনারা বলছেন ১.২ কোটি জনের চাকরির সুযোগ তৈরি কথা। কিন্তু তিনি লক্ষ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরির পক্ষে। এসবের প্রয়োজন কৃষি, সেচ কিংবা স্টোরেজ প্রোসেসিং-এর জন্য। এছাড়াও রয়েছে নিউ টাউনশিপ প্রোজেক্ট। এত কাজ রয়েছে, যা শুরু করা হলে ১.২ কোটি নয়, ২ কোটি চাকরির সুযোগ তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা তা করছি না। সেখানেই সমস্যা তৈরি হয়েছে। সেজন্য কাউকে খুঁজে বের করতে হবে, যিনি এই গল্প কিনতে তৈরি, বলেন যশবন্ত সিনহা।

নিজেই প্রশ্ন করেন সেই ব্যক্তি কে। নিজেই উত্তর দেন, কেউই নয়। কিন্তু কে কাছাকাছি আছেন, প্রশ্ন ওঠে। যশবন্ত সিনহা উত্তর দেন, তিনিই কাছাকাছি রয়েছেন। সেইসময় দর্শক আসনে থাকা ব্যক্তিবর্গ হাসতে থাকেন। সেই তালিকায় ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনিও হাসতে থাকেন। কিন্তু বিজেপির বিক্ষুব্ধ যশবন্ত সিনহা বলেন, সীতারাম ইয়েচুরিকে উদ্দেশ্য করে বলেন, তিনি(সীতারাম) তাঁর(যশবন্ত সিনহা) খুব কাছাকাছি রয়েছেন। গতবছরের এপ্রিলে দল ছেড়েছিলেন যশবন্ত সিনহা।

শনিবারই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধীদের সমাবেশে যোগ দিয়েছিলেন যশবন্ত সিনহা।

English summary
"Me," Says Yashwant Sinha On Next Prime Minister of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X