For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমডিএইচ-এর কর্ণধার 'মহাশয়' ধর্মপাল গুলাটির প্রয়াণে শোকস্তব্ধ দেশ, নস্টালজিয়ায় একটা প্রজন্ম

  • |
Google Oneindia Bengali News

দেশের একটা প্রজন্মের কাছে তিনি ছোটবেলার নস্টালজিয়া। টিভি খুললেই নয়ের দশকের বহু শিশু থেকে কিশোরই তখন একটি বিজ্ঞাপনে মোহিত হত !'আসলি মসালে সচ সচ.. এমডিএইচ..' এই ট্যাগলাইন বিজ্ঞাপনে আসলেই সবাই জানত এক বয়স্ক মানুষের মুখ বিজ্ঞাাপনে দেখা যাবে। আর তিনিই হলেন 'মহাশয়' ধর্মপাল গুলাটি। যাঁর প্রবল জীবন সংগ্রাম এমডিইচ মশলা সংস্থাকে জনপ্রিয়তার তুঙ্গে রেখেছে। আজ সেই লড়াকু মানুষটির জীবনাবসানে গোটা দেশ শোকাহত।

এমডিএইচ-এর কর্ণধার মহাশয় ধর্মপাল গুলেটির প্রয়াণে শোকস্তব্ধ দেশ

৯৮ বছর বয়সে এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ প্রয়াত হন এমডিএইচ মশলা সংস্থার ধর্মপাল গুলাটি। গত ৩ সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় এই স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্বের। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতির৭া মন্ত্রী রাজনাথ সিং থেকে দেশের একাধিক তাবড় নেতা।

পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ এই তাবড় ব্যবসায়ী ব্যক্তিত্বের। তারপর বাবার মশলার ব্যবসায় হাত দেন ধর্মপাল। সেই থেকে শুরু লড়াই। তার মাঝে টাঙা চালিয়েও টালা রোজগার করেছেন। এরপর তাঁর ফুলে ফেঁপে ওঠা ব্যবসার হাত ধরে ২০০০ কোটি টাকার ওপর সম্পত্তি। খানিকটা রূপকথা হলেও, এভাবেই লড়াু ধর্মপাল স্বপ্ন দেখিয়েগিয়েছেন ভারতের উঠতি প্রজন্মের বহু হবু ব্যবসায়ীকে। আজ সেই ব্যক্তিত্বের প্রয়াণে গোটা দেশ শোকাহত।

English summary
MDH Owner ‘Mahashay’ Dharampal Gulati Passes Away at 98
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X