For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরিদ্র শিশুকে পুণের ম্যাকডোনাল্ড থেকে বের করে দেওয়া হল, তদন্ত

Google Oneindia Bengali News

পুনে, ১৮ ডিসেম্বর : পরিত্যক্ত শিশুকে জনপ্রিয় ফুড জয়েন্ট ম্যাকডোনাল্ড থেকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিল নিরাপত্তারক্ষী। যুক্তি, এধরণের লোকজনের এখানে ঢোকার অনুমতি নেই।
আর এই ঘটনাতেই শোরগোল পরে গিয়েছে সর্বস্তরে। এই ঘটনায় আভ্যন্তরীন তদন্ত শুরু করেছে ম্যাকডোনাল্ড।

দরিদ্র শিশুকে পুণের ম্যাকডোনাল্ড থেকে বের করে দেওয়া হল, তদন্ত

একটি বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, "এই ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে, এবং তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।"

মিডিয়াসূত্রের খবর অনুযায়ী, শাহিনা আটারওয়ালার সঙ্গে শিশুটি এসেছিল। পথশিশুর মনের কথা বুঝে শাহিনা তাকে ভিতরে নিয়ে গিয়েছিল পানীয় কিনে দেওয়ার জন্য।

ঘটনাটি প্রকাশ্য়ে আসে যখন শ্রীমতি আটারওলা এই গোটা ঘটনাটি নিয়ে সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে লেখেন। তবে, সংস্থার পক্ষে দেওয়া বিবৃতিতে জানানো হয়, "নুন্যতম সৌজন্য, সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোনও অন্যথা হয়েছে কি না তা আমরা আরও গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। আমরা জানাতে চাই কোনওরকম বিভেদ কারও ক্ষেত্রেই সমর্থন আমরা করি না। আমরা সবাইকে সমান সম্মান দিতে চাই।"

English summary
McDonald's Probes Eviction of Destitute Child From Outlet in Pune
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X