For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর দল শাসিত রাজ্যে পুলিশ কনস্টেবলের চাকরির আবেদনে কারা, জানলে চমকে যাবেন

কাজের বাজারে উপযুক্ত সুযোগ নেই। কাজের সুযোগ নেই উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্তদেরও। এই চিত্র উঠে এল বিজেপি শাসিত মহারাষ্ট্রে। প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছেন চিকিৎসক, আইনজীবী কিংবা এমবিএ-রাও।

  • |
Google Oneindia Bengali News

কাজের বাজারে উপযুক্ত সুযোগ নেই। কাজের সুযোগ নেই উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্তদেরও। এই চিত্র উঠে এল বিজেপি শাসিত মহারাষ্ট্রে। মুম্বইয়ে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার প্রস্তুতি চলছে। সেখানে প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছেন চিকিৎসক, আইনজীবী কিংবা এমবিএ-রাও।

 মোদীর দল শাসিত রাজ্যে পুলিশ কনস্টেবলের চাকরির আবেদনে কারা, জানলে চমকে যাবেন

মুম্বই পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় যেন ইঁদুর দৌড় চলছে। ১,১৩৭ টি পদের জন্য প্রার্থীর সংখ্যা প্রায় দুলক্ষ। হিসেব করলে ১৭৫ জন পিছু একজনের চাকরি হওয়ার কথা। আর আবেদনকারীদের তালিকায় রয়েছেন ৩ চিকিৎসক, ৫ আইনজীবী, ১৬৭ জন এমবিএ এবং ৪২৩ জন ইঞ্জিনিয়ার।

কনস্টেবলের চাকরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। কিন্তু নয়গাঁও-এর হুতাত্মা ময়দানে এর থেকে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা হাজির। যেখানে কিনা শারীরিক দক্ষতার পরীক্ষা চলছে।

মুম্বই পুলিশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুইলক্ষ আবেদনকারীর মধ্যে, ৪২৩ জন ইঞ্জিনিয়ার, ১৬৭ জন এমবিএ, ৫৪৩ জন এমকম, ২৮ জন বিএড, ৩৪ জনের এমসিএ, ১৫৯ জন এমএসসি, ২৫ জন মাস মিডিয়া কমিউনিকেশন, ৩ জন বিএএমএস, ৩ জন এলএলবি।

মুম্বই পুলিশে একজন কনস্টেবলের মাইনে মাসে প্রায় ২৫ হাজার টাকা। এর সঙ্গে রয়েছে আনুষঙ্গিক নানা ভাতা।

English summary
MBAs, lawyers, Doctors in the race to be Mumbai Police constables
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X