For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মূল্য চোকাতে হবে! মায়াবতীর হুঁশিয়ারি কংগ্রেসকে

উত্তর প্রদেশে অখিলেশের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বজায় থাকলেও, মায়াবতীর সঙ্গে সম্পর্ক এখন তলানিতে। মধ্যপ্রদেশের গুণার বিএসপি প্রার্থী সম্প্রতি কংগ্রেসেযোগ দিয়েছেন।

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে অখিলেশের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বজায় থাকলেও, মায়াবতীর সঙ্গে সম্পর্ক এখন তলানিতে। মধ্যপ্রদেশের গুণার বিএসপি প্রার্থী সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে মায়াবতীর হুঁশিয়ারি, কংগ্রেসকে এরজন্য মূল্য চোকাতে হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন না বলে অভিযোগ করেছেন মায়াবতী।

কংগ্রেসকে হুঁশিয়ারি মায়াবতীর

কংগ্রেসকে হুঁশিয়ারি মায়াবতীর

গত সপ্তাহে বিএসপির গুণার প্রার্থী লোকেন্দ্র সিং কংগ্রেসে যোগ দেন। সেখানকার বর্তমান সাংসদ জ্যোতিদিত্য সিন্ধিয়ার প্রতি তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দেন। এরই প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছেন মায়াবতী। তিনি বলেছেন, সময় আসলে কংগ্রেসকে মূল্য দিতে হবে। এই কারণে অটলবিহারী বাজপেয়ীর সরকারকে ফেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

বিএসপি সুপ্রিমোর অভিযোগ মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার রাজ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করছে। সিন্ধিয়ার পক্ষ নিতে চাপ দিয়ে তাদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

[আরও পড়ুন:রাফালের পাল্টা খুঁজে পেল বিজেপি! প্রতিরক্ষা চুক্তিতে রাহুলের 'যোগ' নিয়ে তীব্র আক্রমণ ][আরও পড়ুন:রাফালের পাল্টা খুঁজে পেল বিজেপি! প্রতিরক্ষা চুক্তিতে রাহুলের 'যোগ' নিয়ে তীব্র আক্রমণ ]

বিজেপি ও কংগ্রেসের সঙ্গে জোট নয়

বিজেপি ও কংগ্রেসের সঙ্গে জোট নয়

মধ্যপ্রদেশের মোরেনার সভায় বক্তব্য রাখতে গিয়ে মায়াবতী বিজেপি ও কংগ্রেসকে বর্ণবাদী ও পুঁজিবাদীদের দল বলে কটাক্ষ করেন। বিএসপি এঁদের কারও
সঙ্গে কোনও জোট করবে না বলে মন্তব্য করেছেন তিনি। কখনই দুই দলের সঙ্গে কোনও রকমের নির্বাচনী সমঝোতা হবে না বলেও জানিয়েদেন তিনি।

[আরও পড়ুন: তাঁর ছবিকে কলঙ্কিত করছেন রাহুল! রাজীব গান্ধীকে একনম্বর দুর্নীতিবাজ বলে আক্রমণ মোদীর][আরও পড়ুন: তাঁর ছবিকে কলঙ্কিত করছেন রাহুল! রাজীব গান্ধীকে একনম্বর দুর্নীতিবাজ বলে আক্রমণ মোদীর]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]

English summary
BSP chief Mayawati Saturday said the Congress will pay a “heavy price” for inducting her party’s Guna Lok Sabha candidate in the Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X