For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেখে শিখুন বিএসপি-র কর্মীদের থেকে', জোটসঙ্গী সপা-র সমর্থকদের ধমক মায়ার

গোবলয়ের ভোট যুদ্ধে এককালের যুধুধান দুই পক্ষ সমাজবাদী পার্টি ও বিএসপি একজোট হয়েছে মোদী বিরোধিতার জন্য।

  • |
Google Oneindia Bengali News

গোবলয়ের ভোট যুদ্ধে এককালের যুধুধান দুই পক্ষ সমাজবাদী পার্টি ও বিএসপি একজোট হয়েছে মোদী বিরোধিতার জন্য। সেই রাস্তা ধরে এক সময়ে চরম প্রতিপক্ষ সপা-র মুলায়ম সিং যাদবের সঙ্গে জোটবদ্ধ হয়ে সভাও করেন বিএসপি-র মায়াবতী। জোটসঙ্গীকে নিয়ে হাসিমুখে উত্তরপ্রদেশের মৌনপুরীতে সভা করলেও , ফিরোজাবাদে পৌঁছেই সমাজবাদী পার্টি কর্মীদের ধমক দিতে দেখা যায় মায়াবতীকে।

কিছু শিখুন বিএসপি-র থেকে, জোটসঙ্গী সপা-র কর্মীদের ধমক মায়ার

ফিরোজাবাদে বুয়া-ভতিজার সভা ঘিরে রীতিমত তপ্ত ছিল উত্তরপ্রদেশের রাজনীতি। মায়াবতী ও অখিলেশকে একমঞ্চে দেখতে বিএসপি ও সমাজবাদী পার্টির কর্মীরা একজোট হতে থাকেন ফিরোজাবাদের সভায়। আর সভামঞ্চে মায়াবতী বক্তব্য রাখবার সময়ই মাঝে মাঝেই স্লোগান শোনা যায়।একটা সময় চরম ক্ষিপ্ত হয়ে মায়াবতী সপা কর্মীদের ধমকের সুরে বলেন, বিএসপি কর্মীদের নিয়মানুবর্তীতা দেখে শেখা উচিত সপা কর্মীদের।

[আরও পড়ুন: ইস্তেহারে রূপান্তকামীদের দাবি! তাঁদের নিয়ে জনসংযোগে সিপিএম প্রার্থী][আরও পড়ুন: ইস্তেহারে রূপান্তকামীদের দাবি! তাঁদের নিয়ে জনসংযোগে সিপিএম প্রার্থী]

উল্লেখ্য, কয়েক মাস আগে মায়াবতীর জন্মদিনের কেক-এর ভাগ কে নেবে তা নিয়ে বিএসপি কার্যালয়ে কর্মীদের বিশৃঙ্খলার ছবি প্রকাশ্যে আসে। যে ভিডিওতে দেখা যায়, মায়াবতীর জন্মদিনের কেক লুঠ হয়ে যাচ্ছে বিশৃঙ্খলভাবে। এরপর মায়াবতীর এই পরামর্শ নিয়ে সপা-র কর্মীদের জন্য, নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

[আরও পড়ুন: 'বাবরি মসজিদ আমি ভেঙেছি বলে আমি ভয়ঙ্কর গর্বিত', ফের বিতর্কে সাধ্বী প্রজ্ঞা][আরও পড়ুন: 'বাবরি মসজিদ আমি ভেঙেছি বলে আমি ভয়ঙ্কর গর্বিত', ফের বিতর্কে সাধ্বী প্রজ্ঞা]

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে][আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
Mayawati wants SP workers to learn discipline from BSP supporters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X