For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ধাক্কা মহাজোটে! কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যে জোট নয়, সাফ জানালেন মায়াবতী

লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যে কোনও জোট করবে না বহুজন সমাজ পার্টি। এদিন লখনৌতে এমনটাই জানিয়েছেন পার্টির সুপ্রিমো মায়াবতী। কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যে কোনও জোট করবে না বহুজন সমাজ পার্টি। এদিন লখনৌতে এমনটাই জানিয়েছেন পার্টির সুপ্রিমো মায়াবতী। কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিএসপি সুপ্রিমো।

বড় ধাক্কা মহাজোটে! কংগ্রেসের সঙ্গে কোনও রাজ্যে জোট নয়, সাফ জানালেন মায়াবতী

উত্তর প্রদেশের অখিলেশ যাদবের সঙ্গে জোট ঘোষণার পর মায়াবতীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশ থেকে লোকসভা নির্বাচনে এসপি-বিএসপি জোটের শরিক
হচ্ছে অজিত সিং-এর রাষ্ট্রীয় লোকদল।

মাসখানের আগে মায়াবতী বলে কংগ্রেস ও বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ। তারও আগে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে জোট না করার কথা জানিয়ে ছিলেন মায়াবতী। যদিও ভোট পরবর্তী সময়ে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল তার দল।

[আরও পড়ুন; মোদী-শাহই ভরসা, লোকসভায় টার্গেট পূরণে ব্রিগেড থেকে ঝড় তুলতে চাইছে বিজেপি][আরও পড়ুন; মোদী-শাহই ভরসা, লোকসভায় টার্গেট পূরণে ব্রিগেড থেকে ঝড় তুলতে চাইছে বিজেপি]

অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছিলেন, আসল উদ্দেশ্য বিজেপিকে পরাস্ত করা। সেই কাজ করতে পারলে বহুজন সমাজপার্টি কিংবা সমাজবাদী পার্টির ওপর হতাশ হবেন না তিনি।

[আরও পড়ুন:অসমের এনআরসি তালিকায় নাম না থাকা বাসিন্দারাও ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টে জানাল কমিশন][আরও পড়ুন:অসমের এনআরসি তালিকায় নাম না থাকা বাসিন্দারাও ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টে জানাল কমিশন]

উত্তরপ্রদেশের লোকসভার আসন সংখ্যা ৮০। আমেথি ও রায়বরেলি আসনদুটি ছেড়ে দিয়ে বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিল এস-বিএসপি। এরই মধ্যে সোমবার এসপি প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন, এখন উত্তরপ্রদেশের জোটে কংগ্রেসকে স্থান করে দেওয়া যাবে না। তিনি বলেছিলেন, কংগ্রেসের উচিত এই জোটকে সাহায্য করা।

English summary
Bahujan Samaj Party (BSP) on Tuesday formally dumped the Congress party for the upcoming Lok Sabha elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X