For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুলায়মকে 'আগরার পাগলাগারদে' চিকিৎসার পরামর্শ দিলেন ক্ষুব্ধ মায়াবতী

Google Oneindia Bengali News

মুলায়মকে 'আগরার পাগলাগারদে' চিকিৎসার পরামর্শ দিলেন ক্ষুব্ধ মায়াবতী
লখনউ, ১মে : সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবকে পাগলাগারদে পাঠানোর উপদেশ দিলেন মায়াবতী। বললেন, লোকসভা ভোটে হারের ভয়ে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। আর তাই আগরার পাগলা গারদে ভর্তি করে ওর চিকিৎসা করানো উচিত।

কিন্তু হঠাৎ এমন তীক্ষ্ণ মন্তব্য করলেন কেন মায়াবতী? আসলে ফইজাবাদে এক প্রচার সভায় বিএসপি সুপ্রিমো মায়াবতী সম্পর্কে মুলায়ম বলেন, আমি ওনাকে কী বলে সম্বোধন করি, কুমারী বলব, শ্রীমতি বলব, নাকি বোন বলব।

আর তাতেই চটেছেন মায়াবতী। মুলায়মের এই আপত্তিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন মায়াবতী। এমনকী কমিশনের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে সমাজবাদী পার্টি সুপ্রিমোর প্রচার নিষিদ্ধ করা হয়।

বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি দুটি দলই আঞ্চলিক স্তরে যথেষ্ট ক্ষমতাবান। উত্তরপ্রদেশের রাজনীতিতে দুই দলেরই যথেষ্ট প্রভাব রয়েছে। এবং তা বহুদিন ধরেই। কিন্তু ২ বছর আগে বিধানসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টিকে সরিয়ে ক্ষমতায় আসে মুলায়মের সমাজবাদী পার্টি।

রাজ্যের নির্বাচনে দুই দলেরই টক্কর ছিল জোরদার। গতবারের নির্বাচনে যেখানে মুলায়মের সমাজবাদী পার্টি পেয়েছিল ২২টি আসন। সেখানে মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেয়েছিল মাত্র ১টি কম আসন। অর্থাৎ ২১টি আসন।

আর পর থেকেই দুই দলের বিরোধিতা আরও চরমে পৌছয়। তার সুযোগ অবশ্য অনেকাংশেই নিচ্ছেন বিরোধীরা। এবারের লোকসভা ভোটেও দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিও একটা বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে ।

English summary
Furious Mayawati suggested that Mulayam singh might need treatment at the 'mental asylum in Agra'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X