For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে কেন গেলেন এখন রাহুলরা ! প্রশ্ন তুলে, কংগ্রেস শিবিরকে তোপ দেগে মায়ার নয়া চাল

বিমানে রাহুল গান্ধীকে দেখতে পেয়েই এক কাশ্মীরি মহিলা জানিয়েছিলেন কোন পরিস্থিতিতে এখন তাঁরা রয়েছেন! সেই ভিডিও ভাইরাল হয়।

  • |
Google Oneindia Bengali News

বিমানে রাহুল গান্ধীকে দেখতে পেয়েই এক কাশ্মীরি মহিলা জানিয়েছিলেন কোন পরিস্থিতিতে এখন তাঁরা রয়েছেন! সেই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনা ঘটে যায়, যখন কংগ্রেস শিবিরের নেতা রাহুল গান্ধী সহ একাধিক বিজেপি বিরোধী নেতারা কাশ্মীরের পরিস্থিতি পরিদর্শনে যান। প্রসঙ্গত, তাঁদের ভূস্বর্গের বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। আর বিরোধীদের এই কাশ্মীর পরিস্থিতি পরিদর্শন নিয়েই এবার রাহুল শিবিরকে তোপ দেগেছেন বিএসপি নেত্রী মায়াবতী।

কাশ্মীরে কেন গেলেন এখন রাহুলরা! প্রশ্ন তুলে, কংগ্রেস শিবিরকে তোপ দেগে মায়ার নয়া চাল

বিএসপি নেত্রী মায়াবতীর দাবি, রাহুল গান্ধী ও বিরোধী শিবিরের নেতারা কাশ্মীরে এই মুহূর্তে গিয়ে সঠিক কাজ করেননি। এতে বিজেপি তথা কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে কাশ্মীর ইস্যুতে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। মায়াবতী দাবি করেন, অনুমতি ছাড়া কাশ্মীর পরিদর্শন করে বিরোধী নেতারা কাশ্মীরের রাজ্যপালকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন।

এছাড়াও মায়াবতীর দাবি, কাশ্মীরের যা পরিস্থিতি তাতে এখন ,এই পর্যায়ে সেখানে পরির্দশন করা ঠিক কি না, তা নিয়েও বিচার করা উচিত ছিল বিরোধী নেতাদের। সেখানে বিরোধী নেতারা পৌঁছলে , পরিস্থিতি কী ঘটতে পারে, সেই ভাবনা মাথায় রেখেও বেশ কিছু দিক বিবেচনা করা উচিত ছিল। এমনই দাবি, করে ফের একবার রাাজনীতির ময়দানে নতুন দোলাচল তৈরি করলেন মায়া। প্রসঙ্গত, রাগুল গান্ধীর নেত্রীতে শনিবার বিরোধী শিবিরের একটি দল পৌঁছয় শ্রীনগর বিমানবন্দরে। যদিও সেখান থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন: জোটসঙ্গী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ! বিস্ফোরক কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা][আরও পড়ুন: জোটসঙ্গী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ! বিস্ফোরক কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা]

English summary
Mayawati slams Congress and opposition leaders for Kashmir visit. The BSP chief on Monday said the Kashmir visit only gave a chance for the BJP and Jammu and Kashmir Governor Satya Pal Malik to politicise the issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X