For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণের রাজ্যে বিজেপি বিরোধী মহাজোটে ধাক্কা! সম্ভাব্য প্রধানমন্ত্রীত্বে 'স্বীকৃতি' মায়াবতীর

লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজপার্টির সঙ্গে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া পবন কল্যাণের জনসেনার পার্টির জোট ঘোষণা হয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এই জোট কার্যকরী হবে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজপার্টির সঙ্গে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া পবন কল্যাণের জনসেনার পার্টির জোট ঘোষণা হয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এই জোট কার্যকরী হবে। এই জোট ঘোষণার পরেই নিজের ইচ্ছের কথাও ঘোষণা করেন পবন কল্যাণ। তিনি বলেন, লোকসভা নির্বাচন শেষ হলে মায়াবতীই দেশের প্রধানমন্ত্রী হবেন।

দক্ষিণের রাজ্যে বিজেপি বিরোধী মহাজোটে ধাক্কা! সম্ভাব্য প্রধানমন্ত্রীত্বে স্বীকৃতি মায়াবতীর

জোট ঘোষণার পর লখনৌতে সাংবাদিক বৈঠক করেন জনসেনা পার্টির পবন কল্যাণ। তিনি বলেন, তাঁরা চান মায়াবতীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। তাদের আশা,
সামনের দিনে এই আশা পূরণ হবে।

ইতিমধ্যেই বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের চেষ্টা করেছে। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে যাঁদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে মায়াবতীও রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিরোধী জোটে নিজেদের শক্তিশালী অবস্থান জানা দিয়েছেন। বিরোধীদের কোনও কোনও মহল থেকে তাঁদের নামও তুলে ধরা হচ্ছে।

তিনি প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে নেই। এর আগে জানিয়েছিলেন মায়াবতী। ১৫ জানুয়ারি, নিজের জন্মদিনের পর দিন এসপির সঙ্গে জোট ঘোষণা করে মায়াবতী বলেছিলেন, জয় সুনিশ্চিত করাই এখন লক্ষ্য। তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশই ঠিক করে কেন্দ্র কে ক্ষমতায় আসবে। পাশাপাশি কে প্রধানমন্ত্রী হবেন, তাও ঠিক করে দেয় এই রাজ্য।

পবন কল্যাণ নিজের দল জনসেনার পার্টির সঙ্গে বহুজন সমাজপার্টির জোট ঘোষণা করেন। তিনি বলেন, তাঁর দল মায়াবতীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করতে কাজ করবে। এই সময় মায়াবতীর মুখে ফুটে উঠেছিল হাসি। দেখে মনে হয়েছে মায়াবতী এই মন্তব্যে সামান্য স্বীকৃতি দিয়েছেন। পরিবর্ত হিসেবে মায়াবতী বলেন, পবন কল্যাণকে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

[আরও পড়ুন:'ম্যায় ভি চৌকিদার', প্রচারমূলক ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী][আরও পড়ুন:'ম্যায় ভি চৌকিদার', প্রচারমূলক ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী]

জাতীয় পর্যায়ে অবিজেপি এবং অকংগ্রেসি প্রচারে অংশ নিচ্ছেন মায়াবতী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও এই প্রচারের অংশীদার। লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনও হতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে। বিএসপি প্রধান মায়াবতী বিএসপি-জেএসপি জোটের প্রচারের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যাচ্ছেন ৩ ও ৪ এপ্রিল।

[আরও পড়ুন: পাঁচ রাজ্য মিলিয়ে তৃতীয় দফা ভোটার তালিকা প্রকাশ করল কংগ্রেস][আরও পড়ুন: পাঁচ রাজ্য মিলিয়ে তৃতীয় দফা ভোটার তালিকা প্রকাশ করল কংগ্রেস]

চিরঞ্জীবীর ভাই হলে পবন কল্যান। ২০০৯এ-র লোকসভা নির্বাচনে প্রজারাজ্যম পার্টি গঠন করেছিলেন চিরঞ্জীবী। সেই নির্বাচনে ১৭ শতাংশ ভোট পেয়েছিল এই দল।

[আরও পড়ুন: কংগ্রেসের বড় ধাক্কা! গোবলয়ের প্রাক্তন সাংসদ যোগ দিলেন বিজেপিতে][আরও পড়ুন: কংগ্রেসের বড় ধাক্কা! গোবলয়ের প্রাক্তন সাংসদ যোগ দিলেন বিজেপিতে]

English summary
Mayawati should be PM, says Pawan Kalyan after poll pact with BSP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X