For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূরণ হয়নি সরকারের ১ মাস! মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসকে 'চরম' হুঁশিয়ারি মায়াবতীর

মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেস সরকারকে দেওয়া বিএসপির সমর্থন করা নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন মায়াবতী।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেস সরকারকে দেওয়া বিএসপির সমর্থন করা নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন মায়াবতী। ২ এপ্রিল ভারত বনধের দিনে তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে মামলা যদি চলতে থাকে, তাহলে তিনি দলের সমর্থন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করবেন বলেও জানিয়েছেন বিএসপি সুপ্রিমো। প্রসঙ্গ দুই রাজ্যেই বাইরে থেকে কংগ্রেস সরকারকে সমর্থন করার কথা জানিয়েছিল বিএসপি।

পূরণ হয়নি সরকারের ১ মাস! মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসকে চরম হুঁশিয়ারি মায়াবতীর

মায়াবতীর অভিযোগ, নির্দোষ মানুষদের বিরুদ্ধে যেরকম মামলা করা হচ্ছে উত্তর প্রদেশে, সেই রকমই হয়েছিল অন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতেও। রাজনীতি কিংবা জাতিগত বিদ্বেষ ছাড়াই এই মামলাগুলি করা হয়েছিল বলে বিএসপি সুপ্রিমোর অভিযোগ।

মায়াবতী বলেছেন পূর্ববর্তী বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবং রাজস্থান এখন কংগ্রেসের অধীনে রয়েছে। দুই রাজ্যের সরকারের উচিত এই ধরনের মামলাগুলিকে তুলে নেওয়া। যদি আই কাজে দুই রাজ্যের সরকার ব্যর্থ হয়, তাহলে বাইরে থেকে সমর্থন তুলে নেওয়ার ইঙ্গিত করেছেন তিমি।

২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় বিএসপির দুজন সদস্য রয়েছে। অন্যদিকে, ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় বিএসপির ছয়জন সদস্য রয়েছে। দুই রাজ্যে সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা ছিল না কংগ্রেসের। বিএসপি বাইরে থেকে সমর্থন দেওয়া কথা জানিয়েছে এই দুই রাজ্যে।

মায়াবতী মনে করেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ বিজেপি আর কংগ্রেস। প্রতিশ্রুতি পূরণ করে সাধারণের মন থেকে সেই ধারণা বদলাতে হবে কংগ্রেসকে।

বিএসপি নেত্রীর অভিযোগ, গচ ৫ বছরে কোনও প্রতিশ্রুতির পূরণ হয়নি। অসম্পূর্ণ অবস্থায় নোটবাতিল এবং জিএসটি চালু করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন মায়াবতী।

English summary
Mayawati says she may have to 'reconsider' support to Madhya Pradesh and Rajasthan's Congress Govts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X