For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনে পরীক্ষাগার যোগীর রাজ্য! বিজেপি বিরোধী জোটের লড়াই শুরু

বিজেপিকে রুখতে যোগী আদিত্যনাথের রাজ্যে হাত মেলাল দুই প্রবল প্রতিপক্ষ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজপার্টি। ১১ মার্চ উত্তর প্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনে উপনির্বাচন।

Google Oneindia Bengali News

বিজেপিকে রুখতে যোগী আদিত্যনাথের রাজ্যে হাত মেলাল দুই প্রবল প্রতিপক্ষ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজপার্টি। ১১ মার্চ উত্তর প্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনে উপনির্বাচন। সেই নির্বাচনে অখিলেশের দলের প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছে মায়াবতীর দল।

উপনির্বাচনে যোগীর রাজ্য থেকেই বিজেপি বিরোধী জোটের লড়াই শুরু

ভোটের লড়াইয়ে একাধিক প্রার্থী থাকায় সুবিধা হচ্ছে বিজেপির। একথা প্রমাণিত হয়েছে বারে বারে। একথা প্রমাণিত হয়েছে সাম্প্রতিক ত্রিপুরা ও মেঘালয় বিধানসভার নির্বাচনেও। তাই গোবলয়ের রাজ্য থেকেই বিজেপির বিরুদ্ধে এক আসনে এক প্রার্থী দাঁড় করানোর উদ্যোগ। উদ্যোগ নিয়েছে যুযুধান দুইপক্ষ। বিজেপির সঙ্গে ঘর করা মায়াবতীর দল গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচনে অখিলেশের সমাজবাদী পার্টিকে সমর্থনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের ছেড়ে দেওয়া গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনে ১১ মার্চ উপনির্বাচন। ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৩০০-র ওপর। ফলে সেখানে বিজেপি বিরোধী একাধিক শক্তি লড়াইয়ে সামিল হলে তা, বিজেপিকে ওয়াকওভার দেওয়ার সামিল।

বিএসপি নেতা ঘনশ্যাম খারোয়ার রবিবার এই সমর্থনের বিষয়টি স্পষ্ট করেছেন। বিষয়টি নিয়ে সমাজবাদী নেতা অখিলেশ যাদব এখনও কিছু না বললেও, দলের মুখপত্র দুই যুযুধানের মধ্যে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।

এই নির্বাচনে বিরোধীদের এই জোটবদ্ধ লড়াই নতুন কিছুর ইঙ্গিত দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

১৯৯৩-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে একইসঙ্গে লড়াই করেছিল এসপি ও বিএসপি। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব। কিন্তু দু-বছর কাটতে না কাটতেই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিল বিএসপি। ১৯৯৫-এর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মায়াবতী।

২০১৭-র উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিএসপি-র আসন সংখ্যা কমে হয়ে যায় ১৭। এই উপনির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি আসনেই প্রার্থী দিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস।

গোরক্ষপুর আসন থেকে পরপর ৫ বারের সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ। বিগত তিনটি নির্বাচনে যোগী আদিত্যনাথ প্রায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। এই উপনির্বাচনের মুখও সেই যোগী আদিত্যনাথ। দলের প্রার্থী উপেন্দ্র দত্ত শুক্লার সমর্থনের গোরক্ষপুরে জোর প্রচার চালাচ্ছেন যোগী আদিত্যনাথ।

অন্যদিকে, ২০১৪-তে মোদী হাওয়ায় ফুলপুরে জিতেছিলেন বিজেপির কেশব প্রসাদ মৌর্য। একসময়ে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জওহরলাল নেহরু। এই আসনটিতে বিজেপি জেতার আগে পর্যন্ত মায়াবতীর দলের কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল।

নিশাদ পার্টির প্রবীণ কুমার নিশাদকে গোরক্ষপুরে তাদের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।

English summary
Mayawati's Party announces to support Samajwadi Party's candidate from Gorakhpur and Phulpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X