For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী ঐক্যে ফাটল! মধ্যপ্রদেশে কংগ্রেসকে ছাড়া একাই লড়বে মায়াবতীর বিএসপি

বিজেপি বিরোধী বড় মঞ্চ তৈরির চেষ্টা শুরুতেই হোঁচট খেল। কারণ মধ্যপ্রদেশ আসন্ন বিধানসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টি একা লড়বে বলে জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি বিরোধী বড় মঞ্চ তৈরির চেষ্টা শুরুতেই হোঁচট খেল। কারণ মধ্যপ্রদেশ আসন্ন বিধানসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টি একা লড়বে বলে জানিয়েছে। ২৩০টি আসনেই একা প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়ে দিয়েছে বিএসপি। ফলে কংগ্রেসের সঙ্গে বা বিরোধী বৃহত্তর জোটের সম্ভাবনা মধ্যপ্রদেশে ভেস্তে গেল বলেই আপাতত মনে করা হচ্ছে।

মধ্যপ্রদেশে কংগ্রেসকে ছাড়া একাই লড়বে মায়াবতীর বিএসপি

বিএসপি নেতৃত্ব জানিয়ে দিয়েছে, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে দল কোনও আলোচনা করেনি। ফলে জোটের সম্ভাবনা যে নেই তা বিএসপি আগে থেকে স্পষ্ট করে দিয়েছে।

তবে কেন দুই দল জোট বাঁধল না? ঘটনা হল, গোয়ালিয়র-চম্বল এলাকার আসন নিয়ে দ্বন্দ্ব হয়েছে। এই এলাকা কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার শক্তি জমি। আবার এখানে বিএসপিও বেশ শক্তিশালী। ফলে কেউ কাউকে জায়গা ছাড়তে রাজী নয়।

কংগ্রেসের তরফে খবর ছড়ানো হয়েছিল যে বিএসপি কংগ্রেস জোট নিয়ে আলোচনা সারছে। তবে এমন ঘটনা ঘটেনি বলে বিএসপি নেতৃত্বের তরফে নর্মদা প্রসাদ আহিরওয়ার জানিয়ে দিয়েছেন। বলেছেন, আপাতত ২৩০টি আসনেই আমরা লড়ছি। শীর্ষ নেতৃত্বের তরফে এমনই নির্দেশ রয়েছে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এবছরের শেষে বিধানসভা নির্বাচন হবে। ২০১৩ বিধানসভায় কংগ্রেস ও বিএসপি যথাক্রমে ৩৬.৩৮ ও ৬.২৯ শতাংশ ভোট পায়। সেখানে বিজেপি পেয়েছিল ৪৪.৮৮ শতাংশ ভোট। বিজেপি জিতেছিল ১৬৫টি আসন, কংগ্রেস ৫৮টি ও মায়াবতীর বি্এসপি ৪টি আসনে জয়লাভ করে।

English summary
Mayawati's BSP to go solo in MP Assembly polls after alliance with Congress hits roadblock
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X