For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট-যুদ্ধ প্রায় শেষের পথে, এবার প্রধামন্ত্রিত্বের দৌড়, স্পষ্ট ইঙ্গিত দিয়েই দিলেন মায়াবতী

ফের বিএসপি সুপ্রিমো মায়াবতী তাঁর প্রধানমন্ত্রীর হওয়ার বাসনার কথা প্রকাশ করলেন। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে লোকসভা নির্বাচনের প্রচারে এসে তিনি ফের ভোট ময়দানে নামার ইঙ্গিত দিয়ে যান।

Google Oneindia Bengali News

ফের বিএসপি সুপ্রিমো মায়াবতী তাঁর প্রধানমন্ত্রীর হওয়ার বাসনার কথা প্রকাশ করলেন। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে লোকসভা নির্বাচনের প্রচারে এসে তিনি ফের ভোট ময়দানে নামার ইঙ্গিত দিয়ে যান। তিনি বলেন, সব ঠিকঠাক থাকলে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জাতীয় রাজনীতির ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাঁকে, তিনি এগিয়ে আসছে দ্বিধা করবেন না।

আগেও চারবার জয়ী

আগেও চারবার জয়ী

বিএসপি সুপ্রিমো মায়াবতী আগে চারবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৮৯, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪ সালে তিনি আম্বেদকর নগর থেকে বিজয়ী হয়েছিলেন। তারপর আম্বেদকরনগর কেন্দ্রটির ডিলিমিটেশন হয়ে যায়। তারপর আর ভোটে দাঁড়াননি মায়াবতী।

'জয় ভীম' স্লোগান উঠেছে

'জয় ভীম' স্লোগান উঠেছে

পঞ্চম দফা ভোটের শেষে তিনি নমো যুগের সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, ফের উত্তরপ্রদেশে 'জয় ভীম' স্লোগান উঠতে শুরু করেছে। তিনি বলেন, সংবিধানের স্থপতি ভীম রাও আম্বেদকরকে অনুসরণ করে তাঁদের পথা চলা শুরু। এই স্লোগান দলিতদের স্লোগান। তা আবার উঠতে শুরু করেছে।

প্রয়োজন হলে, আবার

প্রয়োজন হলে, আবার

এর আগে মার্চ মাসে তিনি একই রকম ইঙ্গিত দিয়েছিলেন। তারপর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি না বলে আপনারা হতাশ হবেন না। প্রয়োজন হলে আমি আমাদের জেতা যে কোনও আসন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।

১৯৯৫-এর উদাহারণ

১৯৯৫-এর উদাহারণ

তিনি বলেন, আমি ১৯৯৫ সালে প্রথমবার উত্তরপ্রদেশে যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম, তখন আমি বিধানসভার সদস্য ছিলানম না। পরে ৬ মাসের মধ্য নির্বাচিত হয়ে আসি। এবারও সেরকম কিছু ঘটলে তিনি লোকসভার কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সাংসদ নির্বাচিত হবেন।

বিরোধী জোটই ক্ষমতায়!

বিরোধী জোটই ক্ষমতায়!

তিনি মনে করেন, এবার বিরোধী জোটই ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হতে তিনি পিছপা নন। উত্তরপ্রদেশে বিএসপির জোট সঙ্গী সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও মায়াবতীর দিকে সমর্থনের হাত বাড়িয়েই রয়েছেন। এমন আভাস তিনি ভোটের আগেই দিয়েছিলেন। বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী কুর্সি চান না, যদি কেউ উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী হন, তবে তিনি খুশি হবেন।

English summary
Mayawati puts an aspiration to become prime minister on the end of the vote-war. She again indicates to be PM,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X