For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মায়াবতী নিজে পাকা চুল কালো করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কী নিয়ে তোপ বিজেপি নেতার

ভোটের দামামা বাজতেই আপাতত সরগরম গোটা দেশের রাজানীতি। এরমধ্যে নিজের ছন্দে এগিয়ে চলেছে গোবলয়ের রাজনৈতিক পরিস্থিতি। সেখানে বিজেপি, বিএসপি, এসপি লড়াইয়ে ভোটযুদ্ধ কার্যত জমে উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

ভোটের দামামা বাজতেই আপাতত সরগরম গোটা দেশের রাজানীতি। এরমধ্যে নিজের ছন্দে এগিয়ে চলেছে গোবলয়ের রাজনৈতিক পরিস্থিতি। সেখানে বিজেপি, বিএসপি, এসপি লড়াইয়ে ভোটযুদ্ধ কার্যত জমে উঠেছে। এদিন , বিএসপি নেত্রী মায়াবতী মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে গিয়ে বলেন , যাঁরা বিলাসে থাকেন তাঁরাই আবার নিজেদের চৌকিদার বলে তকমা দেন।

মায়াবতী নিজে চুল রঙ করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন, কোন প্রসঙ্গে তোপ বিজেপি নেতার

এরপরই পাল্টা তোপ দাগে বিজেপি। বিজেপি নেতা সুরেন্দ্র নারায়ণ সিং বলেন,' মায়বতীজি নিজে রোজ ফেশিয়াল করেন,উনি আবার আমাদের নেতাকে কি বিলাসী বলছেন? পোশাক পরা কোনও বিলাসিতা নয়।'তাঁর দাবি, বিলাসিতার কথা যদি বলতেই হয়, তাহলে পাকা চুলকে কালো করে মায়াবতীজি নিজের যৌবন ধরে রাখার চেষ্টা করেন,সেই ঘটনাকে তুলে ধরা উচিত। সুরেন্দ্র নারায়ণ সিং এর দাবি, ৬০ বছর বয়সেও মায়াবতী সমস্ত চুল কালো করে রাখেন।

এর আগে এক টুইট বার্তায় তোপ দাগেন মায়াবতী।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই বিজেপির প্রথম সারির সমস্ত নেতারা নিজেদের টুইটারে নামের আগে 'চৌকিদার' শব্দটি যোগ করেন। প্রথমেই পাল্টে যায় নরেন্দ্র মোদীর প্রোফাইলের নাম। তারপর বিজেপির প্রথমসারির নেতারা নিজদের নামের আগে 'চৌকিদার' শব্দটি যোগ করতে শুরু করেন।

[আরও পড়ুন:কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান][আরও পড়ুন:কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান]

English summary
Mayawati does facial, colours her hair, how can she question PM Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X