চরম দুরাচার চলছে যোগীর শাসনে, হাথরাস কাণ্ডের পর উত্তর প্রদেশে রাষ্ট্রপতি শাসনের দাবি মায়াবতীর
হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ো যোগী সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে বিরোধীরা। বিএসপি নেত্রী মায়াবতী রাজ্যে চূড়ান্ত অরাজকতার জন্য রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন একেরপর এক ঘটনা ঘটে চলেছে উত্তর প্রদেশে। শুধু হাথরাস কাণ্ড নয় এর আগে বলরামপুর ধর্ষণ কাণ্ডও ঘটেছে উত্তর প্রদেশে। একের পর এত খুন আর ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যে।

রাষ্ট্রপতি শাসন জারির দাবি
উত্তর প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে সরব হলেন বিএসপি নেত্রী মায়াবতী। বিএসপি নেত্রী অভিযোগ করেছেন রাজ্যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে। কোনও ভাবেই তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না যোগী আদিত্যনাথ। বলরাম পুরের পর ফের হাথরাসে একই ঘটনা ঘটেছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত রাজ্যে। এমনই দাবি জানিয়েছেন মায়াবতী।

হাথরাস ধর্ষণ কাণ্ড
গত কয়েক দিন ধরেই দলিত কিশোরীকে গণধর্ষণ করে নারকীয় অত্যাচারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে হাথরাস। যোগীর পুলিস নির্যাতিতার দেহ জোর করে দাহ করে। এবং সেই কাজ করার সময় দলিত পরিবারের লোকেদের বাড়িতে আটকে রেখেছিল পুলিস। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

রাহুলকে বাধা
হাথরাসে আজ প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের মাঝপথে আটকে দেয় যোগীর পুলিস। হেঁেট তাঁরা যোগীর রাজ্যে রওনা হওয়ার চেষ্টা করে। কিন্তু তার পরেও পুলিস তাঁদের পথ আটকায়। পুলিসের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় রাহুলের। পুলিসের ধাক্কায় রাহুল গান্ধী মাটিতে পড়ে যান বলে জানা গিয়েছে। তারপর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়।

সিট গঠন যোগীর
হাথরাস গণধর্ষণের ঘটনাপ তদন্তে সিট গঠন করেছে যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী দোষীদের কড়া শাস্তির হবে বলে জানিেয়ছেন। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। হাথরাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে।