For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুইপ অমান্য করে ভোটদানে বিরত বিএসপি বিধায়ক, দল থেকে বরখাস্ত করলেন মায়াবতী

কর্নাটক বিধানসভার আস্থা ভোটে দলের হুইপ আমান্য করে ভোটদানে বিরত থাকার জন্য বিএসপি বিধায়ক এন মহেশকে বরখাস্ত করলেন দলের সুপ্রিমো মায়াবতী।

Google Oneindia Bengali News

কর্নাটক বিধানসভার আস্থা ভোটে দলের হুইপ অমান্য করে ভোটদানে বিরত থাকার জন্য বিএসপি বিধায়ক এন মহেশকে বরখাস্ত করলেন দলের সুপ্রিমো মায়াবতী। তিনি এক টুইটার বার্তায়, বিধায়ককে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। মায়াবতী তাঁর বিধায়ককে নির্দেশ দিয়েছিলেন, কুমারস্বামী সরকারের সমর্থনে ভোট দিতে।

ভোটদানে বিরত বিএসপি বিধায়ক, দল থেকে বহিষ্কৃত

কিন্তু এন মহেশ ভোটদানে অংশ নেননি। তিনি ভোটদানে বিরত থাকার কথা আগেই জানিয়েছিলেন। মায়াবতীর নির্দেশ সত্ত্বেও তিনি মত বদল করেননি। ফলে কুমারস্বামীর আস্থা ভোটে পরাজয় আরও নিশ্চিত হয়ে যায়। ছটি ভোটে আস্থা হারিয়ে পতন ঘটে কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারের।

এই ভোটদানে বিরত ছিলেন মোট ২০ জন বিধায়ক। মোট ১৭ জন কংগ্রেস-জেডিএসের বিধায়ক, বিএসপির একজন ও নির্দল বিধায়ক দুজন ভোটদানে অংশ নেননি। ফলে কর্নাটক বিধানসভা হাউজের শক্তি হ্রাস হয়ে নেমে আসে ২০৪-এ। ম্যাজিক ফিগার দাঁড়ায় ১০৩। কংগ্রেস-জেডিএস পায় ৯৯টি ভোট, আর বিজেপি পায় ১০৫টি ভোট।

বিগত তিন সপ্তাহ ধরে কর্নাটকের ভবিষ্যত নিয়ে চাপানউতোর চলছিল। কর্নাটকে দোলাচলের খেলা অবশেষে শেষ হল মঙ্গলবার। আস্থা হারিয়ে কুমারস্বামী রাজ্যপাল বাজুভাই বালার কাছে পদত্যাগ পত্র পেশ করেন। এবার ইয়েদুরাপ্পার পালা। তাঁর হাতেই উঠতে চলেছে কর্নাটকের ভাগ্য।

English summary
Mayawati decides to exclude the MLA from BSP not take part in floor test. She gave order to cast vote for Kumarswami.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X