For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটের কাজ শেষ! ভবিষ্যতের লক্ষ্যে নতুন সিদ্ধান্তের পথে মায়াবতী

নির্বাচন শেষ। আর তার সঙ্গে প্রায় শেষের পথে উত্তরপ্রদেশের মহাজোট। মায়াবতী দলের বৈঠকে ইঙ্গিত দিয়েছেন, দল রাজ্যের ১১ টি বিধানসভা আসনের উপনির্বাচনে একাই লড়াই করবে।

Google Oneindia Bengali News

নির্বাচন শেষ। আর তার সঙ্গে প্রায় শেষের পথে উত্তরপ্রদেশের মহাজোট। মায়াবতী দলের বৈঠকে ইঙ্গিত দিয়েছেন, দল রাজ্যের ১১ টি বিধানসভা আসনের উপনির্বাচনে একাই লড়াই করবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অখিলেশ ও মায়াবতীর দল উত্তরপ্রদেশে মহাজোট গঠন করলেও, সেরকম সুবিধা করতে পারেনি।

মায়াবতীর 'সিদ্ধান্ত'

মায়াবতীর 'সিদ্ধান্ত'

সূত্রের খবর অনুযায়ী, মায়াবতী বলেছেন, জোট ফলপ্রসূ হয়নি। যাদব ভোট তাদের দিকে আসেনি বলে অভিযোগ করেছেন মায়াবতী। এমন কী অখিলেশ যাদবের নিজের পরিবারও যাদব ভোট পায়নি, মন্তব্য করেছেন মায়াবতী। অন্যদিকে কংগ্রেস ও শিবপাল যাদবও যাদব ভোট পায়নি বলে জানিয়েছেন তিনি। সেইজন্য তিনি উপনির্বাচন একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। বলেছেন মায়াবতী।

এবারের নির্বাচনে বড় হার অখিলেশের

এবারের নির্বাচনে বড় হার অখিলেশের

২০১৭ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকা অখিলেশ যাদব এবারের নির্বাচনে সবথেকে বড় ধাক্কা খেয়েছেন জোট গঠন করে। নিজের স্ত্রী ডিম্পল ছাড়াও হেরে গিয়েছেন দুই আত্মীয়
অক্ষয় এবং ধর্মেন্দ্র যাদব। কিন্তু ২০১৪-র শূন্য থেকে ২০১৯-এ ১০ টি আসন দখল করতে পেরেছে মায়াবতীর দল। আর সমাজবাদী পার্টি পাঁচেই আটকে গিয়েছে।

বিএসপির দলীয় বৈঠক

বিএসপি সূত্রে জানা গিয়েছে, এদিন দলের বৈঠক হয়েছে। নির্বাচনী ফল নিয়ে আলোচনা হয়েছে। কেন ও কীভাবে হার তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় ইভিএম
প্রসঙ্গও উঠে এসেছে। তবে গোটবন্ধনের ভবিষ্যত নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

কান পাতলেই শোনা যায়, অখিলেশ মায়াবতীর মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে অখিলেশ মায়াবতীকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করবেন, অন্যদিকে মায়াবতী অখিলেশকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসতে সাহায্য করবেন। যদিও আশার নিরাশায় পরিণত হয়েছে। ৫৪৩ টি আসনের মধ্যে বিজেপি একাই ৩০৩ টি আসন জয় করেছে এবং নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হয়েছেন।

English summary
Mayawati gave the indication in a meeting of her Bahujan Samaj Party (BSP), in which she said the party would contest 11 assembly by-polls alone, according to sources.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X