For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারকে ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা! কোন কোন ঘনিষ্ঠ সঙ্গ ছেড়েছে, জানালেন মায়াবতী

ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ বিএসপি সুপ্রিমো মায়াবতীর। বিদায়ী মোদী সরকারকে তিনি ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করেছেন।

  • |
Google Oneindia Bengali News

ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ বিএসপি সুপ্রিমো মায়াবতীর। বিদায়ী মোদী সরকারকে তিনি ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি তাঁর দাবি আরএসএস-ও বিজেপির সঙ্গ ছেড়েছে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে সরকার। তাই আরএসএস সঙ্গ ছেড়েছে বলে দাবি করেছেন মায়াবতী।

মোদী সরকারকে ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা! কোন কোন ঘনিষ্ঠ সঙ্গ ছেড়েছে, জানালেন মায়াবতী

আরএসএসকে কোথাও বিজেপির প্রচারে দেখা যায়নি বলে দাবি করেছেন বিএসপি নেত্রী মায়াবতী। চায়ে ওয়ালা প্রধানমন্ত্রী নয়, সংবিধান মেনে কাজ করতে একজন শুদ্ধ প্রধানমন্ত্রী দরকার বলেও জানিয়েছেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি দলিতদের নিয়ে প্রধানমন্ত্রীর ভালবাসা দেখানো ড্রামাবাজি বলে মন্তব্য করেছিলেন মায়াবতী। সেই কথার প্রতিবাদ করে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, তিনি( মায়াবতী) সাধারণ জীবনের পক্ষে অনুপযুক্ত।

এদিন মায়াবতী রাজনৈতিক নেতাদের মন্দির সফর নিয়ে সমালোচনা করেন। নির্বাচনে আগে মন্দিরে গিয়ে প্রার্থনা করাটা প্রার্থীদের ক্ষেত্রে ফ্যাশানে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে তাঁর আবেদন, এই ধরনের খবর বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক। একদিন আগেই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথকে সঙ্গে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন।

রোড শোও পছন্দ নয় মায়াবতীর। এই ধরনের কাজে যে খরচ হয় তা প্রার্থীর খরচের অন্তর্ভুক্ত করার দাবিও করেছেন তিনি।

English summary
Mayawati attacks BJP Govt as sinking ship, she claimed RSS is deserted the ruling party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X