For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোট ছাড়ার পর এবার মুলায়মকে আক্রমণ! মায়াবতীর নতুন ইঙ্গিত

বিএসপির গুরুত্বপূর্ণ বৈঠকে যাদব পরিবারকে আক্রমণ করলেন পার্টি সুপ্রিমো মায়াবতী। সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদব বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বিএসপির গুরুত্বপূর্ণ বৈঠকে যাদব পরিবারকে আক্রমণ করলেন পার্টি সুপ্রিমো মায়াবতী। সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদব বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি ও মুলায়ম মিলে তাঁকে তাজ করিডোর মামলায় ফাঁসিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এছাড়াও অখিলেশ যাদবের বিরুদ্ধে অযাদব এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনেছেন। যার জেরেই লোকসভা ভোটে পরাজয় হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এসপির বিরুদ্ধে অভিযোগ

এসপির বিরুদ্ধে অভিযোগ

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিএসপি সুপ্রিমো বৈঠকে বলেছেন, অখিলেশের সরকার রাজ্যের দলিত এবং অযাদবদের জন্য কিছুই করেনি। সেই জন্যই এবারের লোকসভা নির্বাচনে হারের সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও তাঁর আরও অভিযোগ, মুলায়ম সিং যাদব বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাঁকে তাজ করিডোর মামলায় ফাঁসিয়েছেন।

তাজ করিডোর প্রকল্পে তদন্ত

তাজ করিডোর প্রকল্পে তদন্ত

২০১২ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন মায়াবতী তাজমহলের এলাকাকে সুন্দর করে গড়ে তুলতে করিডোর প্রজেক্টের শুরু করেন। একবছর পরেই সুপ্রিম কোর্ট সিবিআইকে দিয়ে ১৭ কোটি টাকার প্রকল্পের জন্য তদন্তের নির্দেশ দেয়।

ব্যবহারে 'ক্ষুব্ধ' মায়াবতী

ব্যবহারে 'ক্ষুব্ধ' মায়াবতী

মায়াবতীর সর্বশেষ এই অভিযোগ রাজ্যে এস-বিএসপির ভবিষ্যত সম্পর্ক এবং নির্বাচনী জোটের ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অপর একটি সূত্রের খবর অনুযায়ী, লোকসভা ভোটের পর থেকে অখিলেশ মায়াবতীর সঙ্গে দেখা করেননি কিংবা তাঁর সঙ্গে ফোনে কথাও বলেননি। যার জেরে অত্যন্ত ক্ষুব্ধ বিএসপি সুপ্রিমো।

সূত্রের খবর অনুযায়ী দলের নেতাদের মায়াবতী জানিয়েছেন, লোকসভা ভোটে মহাজোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অখিলেশ। এমনকি প্রার্থী নির্বাচনেও। অখিলেশ তাঁকে বলেছিলেন, যত বেশি সম্ভব মুসলিম প্রার্থী দাঁড় করাতে। যাতে নির্বাচনের সময় বিভাজন তৈরি হয়। নির্বাচনের পরে মায়াবতী সেই উপদেশ ভুল ছিল বলে মন্তব্য করেছে। দলের বৈঠকে ইভিএম সরিয়ে ফের ব্যালটে ফেরার দাবি করা হয়েছে।

English summary
Mayawati alleged Mulayam Yadav working hand in glove with the BJP into frame her in Taj corridor case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X