For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে অন্ধকারে রেখে লোকসভায় জোট পাকা! বুয়া-ভাতিজা আসনরফা কোন সূত্রে

পাখির চোখ লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্বে মহাজোট গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। দফায় দফায় জোট-বৈঠক চলছে।

  • |
Google Oneindia Bengali News

পাখির চোখ লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্বে মহাজোট গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। দফায় দফায় জোট-বৈঠক চলছে। এরই মধ্যে কংগ্রেসকে অন্ধকারে রেখে উত্তরপ্রদেশে আসন সমাঝোতা চূড়ান্ত করে ফেলল মোদী-বিরোধী জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই শরিক সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি।

বিরোধী জোটের ভবিষ্যৎ উত্তরপ্রদেশে

বিরোধী জোটের ভবিষ্যৎ উত্তরপ্রদেশে

এবার উত্তরপ্রদেশের উপর নির্ভর করছে বিরোধী জোটের ভবিষ্যৎ। এ রাজ্যে বিজেপি বিরোধী সবথেকে শক্তিশালী দুই দল হল অখিলেশের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজবাজী পার্টি। বিগত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে- এই দুই দল এক হলেই বিজেপি হার অবধারিত। সেই কারণেই রাহুল গান্ধী তৎপর সপা-বসপাকে এক ছাতার তলায় আনতে।

কংগ্রেসকে অন্ধকারে রেখে আসনরফা

কংগ্রেসকে অন্ধকারে রেখে আসনরফা

কিন্তু কর্ণাটক নির্বাচনের পর যে সখ্যতার চিত্র ফুটে উঠেছিল বিরোধী শিবিরে, এখন তা হাওয়া। তিন রাজ্যে কংগ্রসের সঙ্গে তাঁদের প্রাক নির্বাচনী জোট হয়নি। যদিও পরে কংগ্রেসকেই সমর্থনের বার্তা দিয়েছেন পিসি-ভাইপোর দল। একইসঙ্গে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে চলছে তারা। এখন আবার কংগ্রেসকে অন্ধকারে রেখে তাঁরা আসন সমাঝোতা করে নিয়েছে বলে সূত্রের খবর। তাতেই অস্বস্তি জারি হয়েছে রাহুল শিবিরে।

সপা-বসপা-আরএলপির আসন রফা

সপা-বসপা-আরএলপির আসন রফা

বিশেষ সূত্রে জানা গিয়েছে, মায়াবতী ও অখিলেশের মধ্যে আসন রফা একপ্রকার পাকা হয়ে গিয়েছে। এই জোটে তারা আবার রেখেছে অজিত সিংয়ের আরএলপিকেও। তবে রাহুলকে অন্ধকারে রাখলেও, তাঁর আমেথি কেন্দ্র ও সোনিয়া গান্ধীর রায়বেরিলি কেন্দ্রে কোনও প্রার্থী দেওয়া হবে না। অর্থাৎ দুটি কেন্দ্র কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে।

জোট বাঁধলে বিজেপি ম্যাজিক হাওয়া

জোট বাঁধলে বিজেপি ম্যাজিক হাওয়া

উল্লেখ্য, উত্তরপ্রদেশে মোট ৮০টি আসন রয়েছে। তার মধ্যে গতবার অর্থাৎ ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৭১টি আসন পেয়েছিল। মোদীকে দিল্লির কুর্সির দিকে অনেকটাই এগিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশের ওই বিপুল জয়ই। এরপর বিধানসভাতেও বিজেপি বিপুল জয় পায়। তবে পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে সপা-বসপা জোট বাঁধলে বিজেপি ম্যাজিক হাওয়া।

বিজেপির অশনি সংকেত, কংগ্রেসে হতাশা

বিজেপির অশনি সংকেত, কংগ্রেসে হতাশা

সেই নিরিখে বুয়া-ভাতিজার জোট বাঁধা বিজেপির পক্ষে যেমন অশনি সংকেত, তেমনই কংগ্রেসকে অন্ধকারে রেখে জোট বাঁধা রাহুলের কাছেও হতাশাজনক। তবে উত্তরপ্রদেশে পিসি-ভাইপোকে এক করার পিছনে রাহুল গান্ধী যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তা স্পষ্ট। এখন দেখার ভবিষ্যতে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট দানা বাঁধে কি না।

[আরও পড়ুন: বড়দিনে কেক-এ কাঁটা, কলকাতা পুরসভা নোটিশ পাঠাল ২ সংস্থা ও ২৩ দোকানকে][আরও পড়ুন: বড়দিনে কেক-এ কাঁটা, কলকাতা পুরসভা নোটিশ পাঠাল ২ সংস্থা ও ২৩ দোকানকে]

আসনরফায় কোন সমীকরণ

আসনরফায় কোন সমীকরণ

বিশেষ সূত্রের খবর, বসপা ৩৮টি ও সপা ৩৭টি আসনে লড়তে চায়। আর দুটি কংগ্রেসের জন্য ছেড়ে রেখে, বাকি তিনটি আসন দিতে চায় আরএলডিকে। তবে এখনই এই ঘোষণা হচ্ছে না। মায়াবতীর জন্মদিনে এই আসন রফার ঘোষণা করা হতে পারে। কংগ্রেস অবশ্য এই আসন রফাকে নিছক জল্পনা বলে উড়িয়ে দিয়েছে।

[আরও পড়ুন:মোদী-শাহ ঝড় তুলতে আসছেন বাংলায়, নতুন বছরে টার্গেট ২২-এর কৌশল চূড়ান্ত ][আরও পড়ুন:মোদী-শাহ ঝড় তুলতে আসছেন বাংলায়, নতুন বছরে টার্গেট ২২-এর কৌশল চূড়ান্ত ]

English summary
Mayawati and Akhilesh finalize seat sharing of alliance without Rahul Gandhi. Opposition unity for 2019 without congress is build in UP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X