For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজুড়ে করোনার দ্বিতীয় ওয়েভ, দক্ষিণ আফ্রিকার কোভিড স্ট্রেনে আক্রান্ত মথুরার মহিলা

দেশজুড়ে করোনার দ্বিতীয় ওয়েভ, দক্ষিণ আফ্রিকার কোভিড স্ট্রেনে আক্রান্ত মথুরার মহিলা

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার দ্বিতীয় ওয়েভ আরও মারাত্মক। এরই মাঝে মথুরার এক গ্রামের মহিলার শরীরে মিলল দক্ষিণ আফ্রিকার করোনার স্ট্রেন। ওই মহিলা এ মাসের গোড়ায় করোনায় আক্রান্ত হয়েছিলেন, শুক্রবার নতুন এই তথ্য সামনে আসে। অন্যদিকে, কোভিড ভ্যাকসিনের দু’‌টি শট নেওয়া সত্ত্বেও দুই স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হন।

মহিলার দেহে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন

মহিলার দেহে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন

মথুরার অ্যান্টি-কোভিড র‌্যাপিড রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত ডাঃ ভূদেও সিং জানিয়েছেন যে ওই মহিলার নমুনা দেখে শুক্রবারই জানা যায় যে তিনি দক্ষিণ আফ্রিকার কোভিড-১৯ স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। তাঁর নমুনা জিনোম সিক্যুয়েন্সিংয়ের জন্য লখনউয়ের সরকারি ল্যাবে পাঠানো হয়েছিল। ৩ মার্চ ওই মহিলার প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে, দীন দয়াল ভেটারনিটি ইউনিভার্সিটিতে তাঁর নমুনা প্রথম পরীক্ষা করা হয়। কিন্তু কিছু সন্দেহ দেখা দেওয়ার মহিলার নমুনা পুনরায় টেস্টের জন্য লখনউতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

৩ মার্চ থেকে ওই মহিলার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়। ডাঃ সিং জানিয়েছেন যে মহিলার কোয়ারেন্টাইন সময় শেষ হয়েছে। কিন্তু তাঁর নমুনাতে যখন দেখা যায় যে তিনি দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত তখন ফের তাঁকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয় এবং তা প্রতিরোধ করার জন্য ওষুধ দেওয়া হয়।

 পুরো গ্রামের করোনা টেস্ট

পুরো গ্রামের করোনা টেস্ট

দক্ষিণ আফ্রিকার স্ট্রেন মহিলার দেহে পাওয়ার পর মথুরার জেলা শাসক সিদ্ধান্ত নেন যে মহিলা যে গ্রামে থাকেন সেই পুরো গ্রামের করোনা টেস্ট করানো হবে। তিনি আরও জানান যে ওই মহিলা একটি ধর্মশালার কর্মী, তাই সেখানেও করোনা পরীক্ষা করতে হবে।

কোয়ারেন্টাইনে স্বাস্থ্য কর্মী

কোয়ারেন্টাইনে স্বাস্থ্য কর্মী

২ জন স্বাস্থ্য কর্মী, যাঁদের করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া সত্ত্বেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ডাঃ সিং জানান, ওই দুই কর্মীর বয়স যথাক্রমে ৫১ ও ৪১ বছর, দু'‌জনেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

মানবজাতির রক্ষার্থে দূর হটুক মারণ করোনা, মা কালীর কাছে প্রার্থনা মোদীর মানবজাতির রক্ষার্থে দূর হটুক মারণ করোনা, মা কালীর কাছে প্রার্থনা মোদীর

English summary
A woman from the village of Mathura is contracts South African strain of Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X