For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলাদা আইন, সংবিধান, জেল বানিয়ে মথুরার পার্কে যেভাবে সমান্তরাল প্রশাসন চলছিল!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মথুরা, ৪ জুন : 'স্বাধীন ভারত বৈদিক সত্যাগ্রহ' নামের সংঠন তৈরি করে মথুরার জওহর বাগ পার্কের ২৬০ একর সরকারি জমি বহুদিন ধরে দখল করে রেখেছিল কিছু লোক। আর সেখানেই ভারতীয় সংবিধানের কোনও আইন মানা হতো না।

মথুরার পার্কে বেআইনি দখলদারি মুক্ত করতে গিয়ে সংঘর্ষে মৃত পুলিশ সুপার সহ ২৪

বদলে একেবারে আলাদা, নিজেদের ভিন্ন সংবিধান, আইন, বিচারধারা ও এমনকী জেল তৈরি করে কার্যত সমান্তরাল প্রশাসন তলছিল জওহর বাগ পার্কের অন্দরে। যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়েই দুই পুলিশ সহ মোট ২৪ জনের প্রাণ গিয়েছে মথুরায়।

মথুরার পার্কে যেভাবে সমান্তরাল প্রশাসন চলছিল!

অবৈধ দখলদারদের এই সংগঠনের নেতার নাম রামবৃক্ষ যাদব। সে এখনও পলাতক। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত সাড়ে তিনশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। রামবৃক্ষ ছাড়াও গিরীশ যাদব, চন্দন গৌর ও রাকেশ গুপ্ত এই ঘটনার মূল পাণ্ডা বলে মনে করছে পুলিশ। এদের কাছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সহ গুলি-বোমা সবকিছুই থাকত বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবিধানের প্রতি এদের কোনও আস্থা ছিল না। আজব কিছু দাবি তারা তুলেছিল। যেমন এক টাকায় পেট্রোল ও ডিজেল দিতে হবে। মুদ্রা বা কাগজের নোটের বদলে স্বর্ণমুদ্রা চালু করতে হবে। রাষ্ট্রপতি এমনকী প্রধানমন্ত্রীর নিয়োগপ্রক্রিয়াও বাতিল করতে হবে, ইত্যাদি।

এইসব আজব দাবি তুলে সরকারি জমিতে তৈরি পার্কটি দখল করে রেখেছিল দখলদারেরা। অনেকবার পুলিশ সেখানে গিয়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হয়। পরে এলাহাবাদ হাইকোর্টের আদেশ পেয়ে উচ্ছেদ অভিযানে পুলিশ নামতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে এতজন প্রাণ হারালেন।

English summary
Mathura Cult Had Its Own Jail, Army, And Tough Laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X