'হস্তমৈথুন' নিয়ে বিতর্কিত টুইট তসলিমার, ধর্ষণের প্রসঙ্গ টেনে দিল্লিকাণ্ড নিয়ে যা বললেন তিনি
দিল্লিতে বাসের মধ্যে পাশে বসা ব্যক্তির প্রকাশ্য হস্তমৈথুন নিয়ে অভিযোগ জানান দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ব্যক্তির এই ঘৃণ্য আচরণ নিয়ে সরগরম হয় সোশ্যাল মিডিয়া। ঘটনার ভিডিও -ও প্রকাশিত হয়েছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলে বিতর্কের মধ্য পড়লেন বিখ্যাত বাঙালি লেখিকা তসলিমা নাসরিন।

[আরও পড়ুন:ছাত্রীর পাশে বসে দুঃসাহসিক অপকর্ম,দিল্লির হস্তমৈথুন কাণ্ডের ভিডিও এখন ভাইরাল]
একটি টুইটে তসলিমা জানিয়েছেন ,'একজন ব্যক্তি দিল্লির ভিড় বাসে হস্তমৈথুন করছিলেন। এটাকে বড় অপরাধ হিসাবে দেখা উচিত নয়, যেখন আমরা ধর্ষণ সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। পুরুষদের ধর্ষণ আর খুনের চেয়ে হস্তমৈথুন করা উচিত। প্রকাশ্যে হস্তমৈথুন কী অপরাধ?....' তসলিমার টুইট ঘিরে উঠছে নানা প্রশ্ন। প্রথম অনেকেরই দাবি, প্রকাশ্যে হস্তমৈথুনকে যেভাবে 'ছোট অপরাধ' হিসাবে তসলিমা দাবি করছেন তা সমাজের পক্ষে ক্ষতিকর। অন্যদিকে, ধর্ষণ খুনের চেয়ে হস্তমৈথুন তুলনামূলক ভালো , তসলিমার এই আখ্যা নিয়েও উঠছে সমালোচনা।
A man in a crowded Delhi bus masturbated. It should not be considered a big crime in the era of rape culture. Men should rather masturbate, than rape and murder. Is masturbating in public a crime? Well it is a victim-less crime.
— taslima nasreen (@taslimanasreen) February 12, 2018
এর আগে, দিল্লির এক বাসে, ছাত্রীর পাশে বসে ভিড় বাসে এক ব্য্কিত হস্তমৈথুন করেন বলে অভিযোগ। দিল্লির বসন্ত বিহারে এই অভিযোগ জানান ছাত্রীটি। ঘটনার ভিডিও পোস্ট করেন তিনি।ভিডিওটিতে দেখা যাচ্ছে মধ্যবয়স্ক লোকটি জিনসের প্যান্ট ও নীল টি শার্টের ওপর কালো কোট বা শীত পোশাক পড়ে রয়েছে। কোলের ওপর একটি পিঙ্ক ব্যাগপ্যাক রাখা রয়েছে। সেখান বসে লম্বা সময় ধরে ব্যাগের আড়ালে হস্তমৈথুনের কুকর্মটি চালান। ছাত্রীর দাবি , এ নিয়ে বাসে চেঁচামিচি করলেও কোনও লাভের লাভ হয়নি। তারপরই পুলিশের দ্বারস্থ হন ওই ছাত্রী।