For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে ধরাশায়ী বিজেপি, জয়জয়কার কং-জেডিএস জোটের

কর্ণাটকে মোট পাঁচটি কেন্দ্রের উপনির্বাচন ছিল। এর মধ্যে কংগ্রেস ও জেডিএস দুটি করে আসন জিতে নিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে কর্ণাটকের বিধানসভা-লোকসভা মিলিয়ে মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনকে মূলত অ্যাসিড টেস্ট হিসাবে দেখছিল দুই শিবির। একদিকে বিজেপি। অন্যদিকে কংগ্রেস-জেডিএস জোট। আর ফলাফল বেরোতেই দেখা গেল একেবারে ধরাশায়ী বিজেপি। কংগ্রেস-জেডিএস জোট একেবারে বাজি মেরে বেরিয়ে গিয়েছে।

কর্ণাটকে ধরাশায়ী বিজেপি, জয়জয়কার কং-জেডিএস জোটের

মোট পাঁচটি কেন্দ্রের মধ্যে তিনটি লোকসভা ও দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল। এর মধ্যে কংগ্রেস ও জেডিএস দুটি করে আসন জিতে নিয়েছে। কংগ্রেস জিতেছে বেলারি ও জামখণ্ডী আসন ও জেডিএস জিতেছে মান্ডিয়া ও রামনগর আসন। বিজেপি একমাত্র শিমোগা লোকসভা আসনে জিতেছে।

এই পাঁচ কেন্দ্রে মোট ৫৪ লক্ষ ৫৪ হাজার ২৭৫জন ভোটার ছিলেন। সবমিলিয়ে মোট ৬৪৫০টি পোলিং বুথে ভোটগ্রহণ হয়। পাঁচটি কেন্দ্র মিলিয়ে মোট ৩১জন প্রার্থী ভাগ্য যাচাইয়ে নামেন। জামখণ্ডি বিধানসভা আসনে সবচেয়ে বেশি ৮১.৫৮ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে মান্ডিয়া আসনে (৫৩.৯৩ শতাংশ।)

English summary
Massive victory for Congress-JD(S) alliance in Karnataka Bypoll 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X