For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোরাদাবাদ- আগ্রা হাইওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, হত কমপক্ষে ১০, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

মোরাদাবাদ- আগ্রা হাইওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, হত কমপক্ষে ১০, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মোরাদাবাদ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে হুসেনপুর পুলিয়া এলাকায় ভয়ঙ্কর ভাবে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁেছছেন জেলা শাসক, পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারীকরা। উদ্ধারকাজ এখনও চলছে।

মোরাদাবাদ- আগ্রা হাইওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ

বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর দ্রুত গতিতে আসা ওরও একটি গাড়ি ধাক্কা মারে। পরপর তিনটি গাড়ি একই জায়গায় ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাসটি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।

গত মঙ্গলবারই ভাদোইয়ে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মারা গিয়েছেন ৫ জন। কুয়াশার কারণেই আরও দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছিলেন আধিকারীক। তবে শনিবারের দুর্ঘটনার নেপথ্যে রেষারেষি রয়েছে বলে দাবি স্থানীয়দের। হাইওয়ের ট্রাফিক কড়া হাতে নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন তাঁরা। গাড়ি গতি নিয়ন্ত্রণে রাখার জন্য দাবি জানিয়েছেন তাঁরা।

English summary
Massive road accident at Moradabad-Agra high way atleast 10 died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X