For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনউয়ে বিলাসবহুল হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ১ জনের মৃত্যুর আশঙ্কা, ভেতরে আটকে বহু

লখনউয়ে বিলাসবহুল হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ১ জনের মৃত্যুর আশঙ্কা, ভেতরে আটকে বহু

Google Oneindia Bengali News

লখনউয়ের হজরত গঞ্জে বিলাসবহুল হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। হোটেলের কাচ ভেঙে বের করার চেষ্টা করা হচ্ছে সেখানে আটকে থাকা অতিথিদের। এক জন মারা গিয়েছেন বলে খবর। এখনো হোটেলে আটকে রয়েছেন অনেকে। ল্যাডার দিয়ে কাচ ভেঙে বের করা হচ্ছে।

 ১ জনের মৃত্যুর আশঙ্কা, ভেতরে আটকে বহু

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে দমকল। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয়রা। সোমবার ভোররাতে লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় একটি হোটেল থেকে গলগল করে কালো ধোঁয়া বেরেতে দেখা যায়। প্রথমে নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে হোটেল মালিককে খবর দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর ভোর ৬টা নাগাদ আগুন ঘটনাস্থলে দমকলের অন্তত এক ডজন ইঞ্জিন কাজ করছে৷ লখনউ পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন৷ জানা গিয়েছে, আজ ভোর ছ'টা নাগাদ আগুন লাগে৷

ভোরে আগুন লাগার কারণে সহজে কেউ টের পাননি। অধিকাংশ হোটেলকর্মী ঘুমোচ্ছিলেন সেসময়। সেকারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। দেরিতেই শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। হোটেলের জানলার কাচ ভেঙে বের করা হচ্ছ হোটেলের অতিথিদের। কিন্তু দমকলকর্মীরা হোটেলের আবাসিকদের বের করতে হিমসিম খাচ্ছেন। ধোঁয়ার জেরে এখনও হোটেলের একাধিক ঘরে আবাসিকরা আটকে রয়েছেন। ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় অনেকেই টের পাননি। সেকারনে ঘন কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। অনেকেই সংজ্ঞা হারিয়েছেন৷ হোটেলে আটকে পড়া কর্মী এবং আবাসিকদের দড়ি বেঁধে নামিয়ে আনা হচ্ছে৷ কাঁচ ভেঙে গ্যাস মাস্ক পরে হোটেলের ভিতরে ঢুকে উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা৷

তবে কীভাবে আগুন লাগত তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছ। একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে সেখানে। হোটেল থেকে আবাসিকদের উদ্ধার করেই তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ২ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়।

আজ সুপ্রিম কোর্টে কয়লা কাণ্ডের শুনানি, রক্ষাকবচ পাবেন কি অভিষেক?আজ সুপ্রিম কোর্টে কয়লা কাণ্ডের শুনানি, রক্ষাকবচ পাবেন কি অভিষেক?

English summary
Massive fire at hotel in Lucknow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X