For Quick Alerts
For Daily Alerts
জ্বলছে আস্ত নদী, নেভাতে হিমশিম অবস্থা অসম সরকার এবং বিভিন্ন সংস্থার
জ্বলছে আস্ত নদী। ঘটনাটি অসমের। ডিব্রুগড়ের বুড়িদিহি নদীতে আগুন দেখে আতঙ্কিত আশপাশের বাসিন্দারা। পরে জানা যায় তেলের পাইপলাইন বিস্ফোরণে এই আগুন। আগুন নেভাতে হিমশিম অবস্থা অসম সরকারের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার।

তেলের পাইপলাইন বিস্ফোরণে ডিব্রুগড়ের সাসনি গ্রামের নাহারকাটিয়ায় বুড়ি দিহিং নদীতে আগুন ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে এই আগুন জ্বলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অয়েল ইন্ডিয়া লিমিটেডের ডুলিয়াজান প্ল্যান্ট থেকে তেলের একটি পাইপ ওই নদীর তলা দিয়ে গিয়েছে। গ্রামবাসীরা সন্দেহ করছেন, সেই পাইপলাইন ফেটে গিয়ে নদীতে ছড়িয়ে পড়তেই সেখানে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, দিন তিনেক আগে তাঁরা আগুন দেখতে পান। কিন্তু কর্তৃপক্ষের তরফে আগুন নেভাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।