For Quick Alerts
For Daily Alerts
সুরাতের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন
গুজরাতের সুরাতে ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। এদিন ভোর তিনটে নাগাদ এই বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

বিস্ফোরণ থেকে বিধ্বংসী আগুন
ওএনজিসি সূত্রে খবর খবর প্রথমে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এরপরেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

ঘটনাস্থলে দমকল
খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি ইঞ্জিন।
|
অনেক দূর থেকে ধোঁয়া
আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, বেশ কয়েক কিলোমিটার দূর থেকে ধোঁয়া দেখা গিয়েছে।

প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে
জেলাশাসক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন।