নাগপুরে বিধ্বংসী আগুন! উদ্ধার কাজে নামল সেনা
নাগপুরের এক নির্মীয়মান বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন। নাগপুরের কিংসওয়ে রোডে লাগা আগুনে ২০ জন আটকে পড়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। এঁদের মধ্যে নির্মাণ শ্রমিক রয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। আগুনেন লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আগুন নেভাতে হাত লাগিয়েছেন সেনা জওয়ানরাও।

শর্টসার্কিটের ফলে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভবনটির ভিতরে নির্মাণের কাজ চলছিল। যদিও সরকারিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
১০ তলার ওই নির্মীয়মান হাসপাতালটি কাঁচ দিয়ে তৈরি। প্রথমের দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যান।
কেপি গ্রাউন্ডের কাছে নির্মীয়মান সেনচেতি হাসপাতাল থেকে এলাকায় ঘনকালো মেঘের মতো ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুনে এখনও পপর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর
পাওয়া গিয়েছে।
Maharashtra: Fire breaks out in an under-construction hospital in Nagpur. Ten fire tenders are at the spot and the situation is under control now. pic.twitter.com/DVsCgvhyTY
— ANI (@ANI) January 9, 2019