For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলছে দেদার কালোবাজারি, বাজার ছেয়ে গিয়েছে জাল রেমডিসিভিরে! আসল ওষুধ চিনবেন কীভাবে?

বাজার ছেয়ে গিয়েছে জাল রেমডিসিভিরে! আসল ওষুধ কীভাবে চিনবেন জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

বাঁধ ভাঙছে আক্রান্তের সংখ্যায়। এদিকে রাজ্যে রাজ্যে ব্যাপক অক্সিজেন-শয্যা সঙ্কটের মাঝে করোনার জীবনদায়ী ওষুধের ভাঁড়ারেও পড়েছে টান। সেই সঙ্গে শুরু হয়েছে দেদার কালোবাজারি। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে করোনার জীবনদায়ী ওষুধ রেমডিসিভিরের ভায়াল বিকোচ্ছে ৩০ থেকে ৭০ হাজার টাকাতেও। সরকারের একাধিক হুঁশিয়ারিতেও হচ্ছেনা কোনও। এমনকী বাজারে এসে গিয়েছে জাল রেমডিসিভিরও।

চলছে দেদার কালোবাজারি, বাজার ছেয়ে গিয়েছে জাল রেমডিসিভিরে! আসল ওষুধ চিনবেন কীভাবে?

এমতাবস্থায় জাল রেমডিসিভির থেকে সতর্ক থাকতে বেশ কিছু উপায় বাতলাচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত প্যাকেজিংয়ের ক্ষেত্রেই আসল বদল লক্ষ্য করা যাচ্ছে বলে মত তাদের। আসল রেমডিসিভিরের ভায়ালে নামের আগে RX লেখা থাকে। কিন্তু জাল ভায়াল গুলিতে তা থাকছে না বলে জানা যাচ্ছে। সঙ্গে নামের পাশে যে জায়গায় ওষুধের পরিমাণ হিসাবে ১০০ মিলিগ্রাম প্রতি ভায়াল লেখা আছে সেখানে Vial শব্দটির আদ্যক্ষণ নকল রেমডিসিভিরে ছোট হাতের রয়েছে। সহজ কথা লেখার ধরণ একই হলেও vial শব্দটি রয়েছে ছোট হাতের। “For use in” লেখার জায়গাতেও একই জিনিস ধরা পড়ছে।

একইসাথে জাল ভায়ালগুলিতে রেডিসিভিরের নামের অক্ষরেও বেশ কিছু রদবদল লক্ষ্য করা যাচ্ছে বলে খবর। অন্যদিকে আসল ভায়ালে ওয়ার্নিক লেভেল আদপে লাল কালিতে রয়েছে। কিন্তু নকল ভায়ালে তা রয়েছে কালো কালিতে। অন্যদিকে নকল ভায়ালে রেমডিসিভিরের প্রস্তুতকারক সংস্থা ও ব্রান্ড নেমও থাকছে বলে খবর। এদিকে দিনে দিনে গোটা দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষের গণ্ডি। এমতাবস্থায় করোনা ঠেকাতে রেমডিসিভিরের চাহিদা যে আকাশ ছোঁয়া থাকবে তা বলাই বাহুল্য।

English summary
Find out how to recognize real medicine in the midst of fake remedicvir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X