For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালি চাপা রয়েছে অক্সিজেন টিউব সমেত লাশ, গঙ্গার তীর ঘিরে ফের উদ্বেগের ছবি উত্তরপ্রদেশে

Google Oneindia Bengali News

আরও একবার মাটিতে পোঁতা লাশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তরপ্রদেশের বুকে। কয়েক সপ্তাহ আগেই সেখানে নদীতে একের পর এক লাশ ভেসে আসার ঘটনা নিয়ে শোরগোল পড়েছে সারা দেশে। এমনকি মৃতদেহ ভেসে আসতে থাকে বিহারের বক্সারেও। এই ঘটনার পর ফের একবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ ছবি উঠে এল মৃতদেহ ভেসে আসা নিয়ে। উত্তরপ্রদেশের বুকে প্রবল বৃষ্টি আর গঙ্গার জলের স্তর বাড়তেই একের পর এক ভয়াবহ ছবি সামনে আসতে শুরু করেছে।

ভয়াবহ ছবি প্রকাশ্যে!

ভয়াবহ ছবি প্রকাশ্যে!

প্রসঙ্গত, বুধবার উত্তরপ্রদেশের স্থানীয় সাংবাদিক মহলে একটি ছবি ঘুরপাক খেতে থাকে। যেখানে দেখা যাচ্ছে নদীর তীরে একটি দেহ পড়ে রয়েছে যার একটি হাতে সার্জিক্যাল গ্লাভস রয়েছে। দেহটি নদীর তীরে বালি চাপা অবস্থায় উদ্ধার হয়। পরবর্তীকালে জানা গিয়েছে দেহটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পুরসভা উদ্ধার করে তার সৎকার করে।

অক্সিজেন টিউব নিয়ে দেহ উদ্ধার!

অক্সিজেন টিউব নিয়ে দেহ উদ্ধার!

এদিকে, প্রয়াগরাজ পুরসভা কর্তৃপক্ষ আরও একটি দেহ নিয়ে বিতর্কের মুখে পড়ে। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে, একটি দেহ বালির মধ্যে চাপা রয়েছে, যার সঙ্গে একটি অক্সিজেন টিউব রয়েছে। ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার জেরে পুরসভার এক অফিসার জানিয়েছেন, 'আমি বলতে পারব না। তবে মনে হচ্ছে, এই দেহটি কোনও অসুস্থ মানুষের । তাঁকে তাঁর পরিবার ফেলে দিয়ে রেখে গিয়েছে এভাবে।'

গায়ে কাঁটা দেওয়া ঘটনা!

গায়ে কাঁটা দেওয়া ঘটনা!

এখনও পর্যন্ত যা সূত্রের খবর, তাতে জানা যাচ্ছে যে এই দুটি দেহ যে অবস্থায় উদ্ধার হয়েছে, তাতে এই দেহগুলি পচে যায়নি। ফলে সদ্যই এই দেহ এভাবে মাটির নিচে পোঁতা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রশাসন কী বলছে?

প্রশাসন কী বলছে?

প্রয়াগরাজের নতুন করে এই চাঞ্চল্যকর ঘটবার পর , এলাকার মেয়র জানান, প্রয়াগরাজে এমন বহু গোষ্ঠী বা সম্প্রদায় বাস করে যাঁরা এভাবে দেহ সমাধিস্থ করে থাকেন, তাঁদের পরম্পরা ও রীতি অনুযায়ী। তবে সমস্ত কয়টি দেহকে উদ্ধার করে সঠিক পদ্ধতিতে সৎকার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

২৪ ঘণ্টায় ৪০ টি দেহ সৎকার

২৪ ঘণ্টায় ৪০ টি দেহ সৎকার

প্রয়াগরাজ প্রশাসনের তরফে জানা গিয়েছে ২৪ ঘণ্টায় ৪০ টি দেহ সৎকার করা হয়েছে। এর আগে মে মাসে করোনার দ্বিতীয় স্রোতের সময় এমন জনসমাধির ভয়াবহ চিত্র উত্তরপ্রদেশের বুকে ফুটে ওঠে। যা এদিন ফের একবার দেখা গেল যোগীরাজ্যে।

English summary
Mass grave Found in UP's prayagraj some bodies with Oxygen Tube creats new stir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X