For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষায় ৯৫৯ জনের উত্তরপত্রে একই ভুল! 'মেগা গণটুকলি' নিয়ে চক্ষু চরক গাছ বোর্ডের

স্কুলের পিছনের দিকের দেওয়াল বেয়ে উঠে জানলা দিয়ে টুকলি ছুড়ে দেওয়া, কিম্বা স্কুল ক্যাম্পাসের পাঁচিলের বাইরে থেকে টুকলির কাগজ ছুড়ে পাঠিয়ে দেওয়া, এসব দৃশ্য এতদিন দেখা গিয়েছে বিভিন্ন খবরে।

  • |
Google Oneindia Bengali News

স্কুলের পিছনের দিকের দেওয়াল বেয়ে উঠে জানলা দিয়ে টুকলি ছুড়ে দেওয়া, কিম্বা স্কুল ক্যাম্পাসের পাঁচিলের বাইরে থেকে টুকলির কাগজ ছুড়ে পাঠিয়ে দেওয়া, এসব দৃশ্য এতদিন দেখা গিয়েছে বিভিন্ন খবরে। এমনকি স্কুলের বাথরুমের মধ্যে নির্দিষ্ট জায়গায় মাইক্রো জেরক্স করে টুকলির কাগজ লুকিয়ে রাখার অভিজ্ঞতাও অনেকের রয়েছে! তবে গুজরাতের হাইয়ার সেকেন্ডারি বোর্ডের 'মেগা গণটোকাটুকি' ভারতের 'টুকলি'র ইতিহাসে সেরা হয়ে থাকবে!

কী ঘটেছে বোর্ডের পরীক্ষায়?

কী ঘটেছে বোর্ডের পরীক্ষায়?

গুজরাতের সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বোর্ডের পরীক্ষায় ধরা পড়েছে ৯৫৯ জনের টোকাটুকির ঘটনা। মোদী রাজ্যে ক্লাস ১২ এর পরীক্ষা চলছিল। আর সেখানে ৯৫৯ জন একই প্রশ্নের একই উত্তর লিখেছে। যেখানে দেখা গিয়েছে ওই উত্তরে ৯৫৯ জনই একই ভুল করেছে!

দেশের সবচেয়ে ভয়ঙ্কর গণটোকাটুকি!

দেশের সবচেয়ে ভয়ঙ্কর গণটোকাটুকি!

দেশের ইতিহাসে এতবড় টুকলির ঘটনা কোনওদিনই সামনে আসেনি। জনা গিয়েছে পরীক্ষার জায়গাগুলি ছিল গুজরাতের জুনাগড়, গির, সোমনাথ এলাকা। সেখানের পরীক্ষার সেন্টারেই এমন কাণ্ড ঘটেছে।

এরপর কোন পদক্ষেপ বোর্ডের!

এরপর কোন পদক্ষেপ বোর্ডের!

গুজরাতের এমন কাণ্ডে ডেকে পাঠানো হয় অভিযুক্ত পড়ুয়াদের। বিশে, কমিটির সামনে পড়ুয়ারা জানিয়েছে পরীক্ষার সেন্টরের পরীক্ষকের ভূমিকায় থাকা শিক্ষক শিক্ষিকারাই তাদের এমন উত্তর বলে দেন. উল্লেখ্য, যারা গণটোকাটুকিতে অভিযুক্ত সেই সমস্ত পড়ুয়াদের পরীক্ষা আবার ২০২০ সালে হবে বলে জানিয়ে দিয়েছে বোর্ড।

English summary
Mass cheating in Gujarat,959 students write same answers, commit same mistakes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X