গাড়ির বাজার মন্দা, হরিয়ানার কারখানায় দশ বছর পরে উৎপাদন বন্ধ করল মারুতি
দেশের আর্থিক দুরবস্থার জের পড়েছে গাড়ির বাজারে। চূড়ান্ত খারাপ অবস্থা এই ক্ষেত্রটিতে। গাড়িক বিক্রি প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে চরম পদক্ষেপ করল জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি। হরিয়ানার কারখানায় ২ দিনের জন্য গাড়ির উৎপাদন বন্ধ রাখার সদ্ধান্ত নিয়েছে সংস্থা। ১০ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল।

হরিয়ানার কারখানায় বন্ধ উৎপাদন
৭ এবং ৮ সেপ্টেম্বর এই দুদিন গুরুগ্রাম এবং মানেসরের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই সংস্থা। গাড়ির বাজারের চূড়ান্ত খারাপ দশার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ গত ১০ বছরে কখনও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। যার জেরে অগস্টেই গাড়ির উৎপাদন ৩৩.৯৯ শতাংশ কমিয়ে দিয়েছে সংস্থা। চলতি মাসে মাত্র ১,১১,৩৭০টি ইউনিট তৈরি করেছে মারুতি সুজুকি। যেখানে ২০১৮ সালে একই সময়ে ১,৬৮,৭২৫ ইউনিট তৈরি করা হয়েছিল।

গাড়ির বাজারে মন্দা
বছরের শুরু থেকে গাড়ির বাজারে মন্দা দেখা দিয়েছে। দেশের বাজারে ঘাটতি প্রায় ৩৬ শতাংশ। শুধু মারুতি সুজুকি নয় একই অবস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রারও। মাহিন্দ্রার গাড়ির বিক্রি প্রায় ২৬ শতাংশ পড়েছে। হুন্ডাই মোটর ইন্ডিয়া বিক্রি কমেছে ১৬.৫৮ শতাংশ। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি উচ্চ মাত্রার জিএসটি আরোপের কারণেই গাড়ির বিক্রিতে মন্দা দেখা দিয়েছে।

গাড়ির উপর জিএসটি কমানোর ইঙ্গিত
গাড়ির বাজারের হাল ফেরাতে শেষে হস্তক্ষেপ করতে হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। গত রবিবারই তিনি গাড়ির উপর জিএসটি কমানোর ইঙ্গিত দিয়েছেন। এছাড়াও গত ২৩ অগস্ট বিভিন্ন সরকারি দফতর গুলিকে নতুন গাড়ি কেনার অনুমতি দিয়েছেন তিনি। ৩১ মার্ট ২০২০ সাল পর্যন্ত সরকারি দফতর গুলি নতুন গাড়ি কিনতে পারবে বলে জানিয়েছেন তিনি। এতে কিছুটা হলেও পরিস্থিতি বদলাতে পারে এমনই আশা করা হচ্ছে।
[আরও পড়ুন: রাত পোহালেই বনগাঁ পুরসভায় অনাস্থা নিয়ে ভোটাভুটি! প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে]