For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনায় যোগ দিলেন পুলওয়ামা হামলায় শহিদ মেজরের স্ত্রী, আবেগতাড়িত দেশ

ভারতীয় সেনায় পুলওয়ামা হামলায় শহিদ মেজরের স্ত্রীর যোগ, আবেগতাড়িত দেশ

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলায় শহিদ হওয়া স্বামীর অসম্পূর্ণ কাজ শেষ করতে ভারতীয় সেনায় যোগ দিলেন মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়ালের স্ত্রী নীতিকা কৌল। সেই ভিডিও প্রকাশ হতেই আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া। নীতিকার সাহস, সদিচ্ছা এবং আবেগের মর্যাদা দিয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে আরও একবার শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছে দেশ।

ভারতীয় সেনায় যোগ দিলেন পুলওয়ামা হামলায় শহিদ মেজরের স্ত্রী, আবেগতাড়িত দেশ

ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে যোগ দিলেন নীতিকা কৌল। শনিবার তামিলনাড়ুর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে শহিদ জওয়ানের স্ত্রীকে তারায় আলোকিত করেন ভারতীয় সেনার নর্দান কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী। সেই মুহুর্তের ভিডিও সংশ্লিষ্ট রেজিমেন্টের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। নীতিকা কৌলকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জৈশ-এ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সুপরিকল্পিত আত্মঘাতী আক্রমণে ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। সেই তালিকায় ছিল মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়ালের নাম। ঘটনার আগের বছরের এপ্রিলে নীতিকা কৌলকে বিয়ে করেছিলেন বিভূতি। প্রথম বিবাহবার্ষিকি বাড়িতে ফিরেই পালন করার কথা ছিল ওই ধৌনদিয়ালের। তার আগেই বাড়ি পৌঁছায় মেজরের কফিনবন্দি নিথর দেহ।

ঘটনার আকস্মিকতায় প্রাথমিকভাবে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন শহিদ জওয়ানের স্ত্রী। পরে নিজেকে সামলে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেছিলেন কাশ্মীরের নিকিতা কৌল। ঘটনার ১৫ দিন পর তিনি নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন। শহিদ স্বামীকে সম্মান জানাতে এবং তাঁর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ভারতীয় সেনায় যোগ দেওয়ার মনস্থ করে ফেলেছিলেন নীতিকা। দীর্ঘ পরিশ্রমের পর ২০২০ সালে শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করার পাশাপাশি সাক্ষাৎকার পর্বেও সফল হয়েছিলেন কৌল। এরপর ট্রেনিংয়ের মাধ্যমে ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে নিযুক্ত হওয়ার সুযোগ পান শহিদ মেজরের স্ত্রী।

জঙ্গি হামলায় স্বামীকে হারিয়ে প্রথমে ভেঙে পড়েছিলেন নীতিকা। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি নিজেকে সামলে নিয়েছিলেন। ইতিবাচক ভাবনা মনে আমদানি করে প্রয়াত মেজরের সাহসিকতাকে সম্মান জানানোর আদর্শ পথ খুঁজে বের করেছিলেন কৌল। তাঁর এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে দেশের সব মহলে। নীতিকাকে দৃষ্টান্ত মানতে শুরু করেছে দেশ।

English summary
Martyred in Pulwama attack Major VS Dhoundiyal's wife Nitika Kaul joins army after 2 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X