প্রয়াত কিংবদন্তি বায়ুসেনা মার্শাল অর্জুন সিং
হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় বায়ুসেনার প্রথম এয়ার মার্শাল অর্জন সিং। দিল্লির সেনা হাসপাতালে এদিন ৯৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। এদিন সন্ধ্যারাতে তাঁর প্রয়াণের খবর সামনে এসেছে। সন্ধ্যা ৭টা বেজে ৪৭ মিনিটে তিনি প্রয়াত হন। আশঙ্কাজনক অবস্থায় থাকা অর্জন সিংকে দেখতে এদিন হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন অর্জন সিংকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সহ সেনার শীর্ষ আধিকারিকেরা হাসপাতালে গিয়ে দেখে এসেছেন। প্রধানমন্ত্রী নিজে অসুস্থ অর্জন সিংকে দেখে আসার পর পরিবারের প্রতি টুইটে সমবেদনা ব্যক্ত করেন। জানান, পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। অর্জন সিংয়েরও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। যদিও তার কিছুক্ষণের মধ্যেই এই এয়ার মার্শালের মৃত্যুর খবর সামনে এসেছে।
প্রসঙ্গত, বায়ুসেনা মার্শাল অর্জন সিং ছিলেন অন্যতম অফিসার যাকে ফিল্ড মার্শাল সমান পাঁচ তারা মর্যাদা দেওয়া হয়েছে। তিনি ছাড়া এই সম্মানে ভূষিত হয়েছেন কারিয়াপ্পা ও শ্যাম মানেক শ। অর্জন সিংয়ের ঝুলিতে রয়েছে ৬০ ধরনের বিমান চালানোর অনন্য রেকর্ড। তিনি ১৯৬৯ সালে অবসর নেন।