For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনসংখ্যা বৃদ্ধিতে ভিন্ন বর্ণে বিয়ে কর, দলিতদের উপদেশ বিহারের মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

জনসংখ্যা বৃদ্ধিতে ভিন্ন বর্ণে বিয়ে কর, দলিতদের উপদেশ বিহারের মুখ্যমন্ত্রীর
পাটনা, ২৩ অগস্ট : জনসংখ্যা বৃদ্ধিতে দলিততেদর নিজের বাইরে অন্য জাতিতেও বিয়ে করার বিষয়েও বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। শুক্রবার এই মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী জিতন রাম মঞ্ঝি।

মঞ্ঝি বলেন, ভিন্ন বর্ণে বিয়ে করে যদি দলিতরা জনসংখ্যার হার ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২২ শতাংশ করতে পারে তাহলে দলিতরা রাজ্যে শাসন করতে পারবে। আমাদের জনসংখ্যা বাড়িয়ে ২২ শতাংশ করতে হবে এবং সেই ভোট আমরাই পাব য়ার ফলে অন্য কেউ নয় একমাত্র আমরাই রাজ্যের ক্ষমতায় বসতে পারব।

মুখ্যমন্ত্রী জিতন রাম মঞ্ঝি নিজেও পিছিয়ে পড়া সম্প্রদায় দলিত মুশাহর। চলতি বছর মে মাসে বিহারে লোকসভা ভোটে জঘন্যভাবে হারার পর মুখ্যমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ান নীতিশ কুমার। এর পরই সংযুক্ত জনতা দলেরই বিশ্বাসভাজন মঞ্ঝিকে ক্ষমতায় বসান নীতিশ। অথচ সম্প্রতি মঞ্ঝিই নীতিশ সরকারের বিরুদ্ধ দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ ছিল পুরনো সরকার এতটা দুর্নীতিগ্রস্ত ছিল যে নিজের কাজ বের করাতে হলে সরকারি আধিকারিকদের ঘুষ দিতে হত।

এদিকে সম্প্রতি যৌন কাণ্ডে অভিযুক্ত ছেলেকে আড়াল করার অভিযোগ উঠেছে মঞ্ঝির বিরুদ্ধে। এক মহিলা পুলিশ কনস্টেবলকে নিয়ে পাঁচতারা হোটেলে রাত কাটানোর জন্য বাবার ক্ষমতার সুযোগ তোলার অভিযোগ উঠেছে মঞ্ঝির ছেলের বিরুদ্ধে।

English summary
Marry outside caste to increase your population, Bihar CM advises Dalits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X