For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাঠা সংরক্ষণের দাবি, হিংসায় হত এক পুলিশ কনস্টেবল, আজ মুম্বইতে বনধ

মারাঠাদের সংরক্ষণের দাবিতে মারাঠা ক্রান্তি মোর্চা আজ মুম্বইতে বনধের ডাক দিয়েছে। সোমবার এক বিক্ষোভকারী আত্মহত্যার পর এই আন্দোলন হিংসাত্মক হয়ে উঠেছে।

Google Oneindia Bengali News

বুধবার মুম্বই বন্ধের ডাক দিয়েছে মারাঠা ক্রান্তি মোর্চা। সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে মারাঠাদের জন্য সংরক্ষণের দাবিতে গত কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছিল। সোমবার এক প্রতিবাদী আত্মহত্যা করায় সেই আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। মঙ্গলবার প্রতিবাদীদের ছোড়া পাথরের আঘাতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুও ঘটেছে।

মারাঠা সংরক্ষণের দাবি, আজ মুম্বইতে বনধ

মুম্বই শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বনধের দিনে বেশ কিছু বেসরকারি পরিবহন সংস্থা রাস্তায় বাস না নামানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল থেকেই মুম্বইতে আসার ইস্টার্ণ এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছেন প্রতিবাদীরা। আটকান হচ্ছে লোকান ট্রেনগুলিও।

তবে শুধু মুম্বই নয়, আরেকটি মারাঠা গোষ্ঠী সকল মারাঠা সমাজ এদিন বনধের ডাক দিয়েছে নবি মুম্বই ও পানভেলে। নভি মুম্বইয়ের বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। এখানে প্রতিবাদীদের চলন্ত বাস লক্ষ্য করে ইঁট বৃষ্টি করতে দেখা গিয়েছে।

মঙ্গলবারও মহারাষ্ট্র বনধের ডাক দেওয়া হয়েছিল। তবে বনধের প্রভাব মধ্য মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ ও কতার আশপাশের এলাকাতেই বেশি দেখা গিয়েছে। এই জেলায় মঙ্গলবার প্রতিহাদীদের ছোঁড়া পাথরের আঘাতে এক পুলিশ কনস্টেবল মারা যান। আরও ৯ পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।

সংরক্ষণ আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে সোমবার কাকাসাহেব দত্তাত্রেয় সিন্দে নামে এক ২৮ বছরের প্রতিবাদী যুবকের আত্মহত্যার ঘটনায়। প্রতিবাদ মিছিল থেকেই তিনি গোদাবরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার আওরঙ্গাবাদে তাঁর অন্তেষ্টীক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন শিবসেনা বিধায়ক চন্দ্রকান্ত খাইরে। কিন্তু তাঁকে দেখে প্রতিবাদীদের ক্ষোভের আগুনে ঘি পড়ে। প্রতিবাদীদের হাতে তাঁকে যারপরনাই নাকাল হতে হয়। তাঁকে পুলিশ ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা কোনওমতে সেখান থেকে উদ্ধার করেন।

আওরঙ্গাবাদে মঙ্গলবার আরও একজন প্রতিবাদী কাকাসাহেবের মতোই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাঁর প্রাণ বাঁচানো গেলেও তিনি গুরুতরভাবে জখম হয়েছেন। এদিন প্রতিবাদীরা ওসমানাবাদে সরকারি অফিসের সামনেই পুলিশ ও দমকলের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। পারভানি জেলায় চলে দপায় দফায় রেল অবরোধ।

আসাদি একাদশী উপলক্ষ্যে সোলাপুরের পান্ধারপুরে একটি মন্দিরে যাওয়ার কথা ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। কিন্তু তাঁর আসার খবর পেয়েই প্রতিবাদীরা সেখানে জড়ো হন। সেই খবর পেয়ে সেই সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী।

English summary
Maratha Kranti Morcha calls for a shutdown in Mumbai Today over quota demand. The protest has become violent after a protester committed suicide on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X