For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশায় মাওবাদী হামলা! মহিলা ভোটকর্মীর মৃত্যু

ওড়িশার কন্ধমালের গচাপদা থানার বারলা গ্রামে মাওবাদী হামলা। বুধবার বিকেলে হওয়া এই হামলায় এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে। ভোটের কাজে যাওয়া ওই কর্মীকে গুলি করে মারা হয়। তাঁদের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়

  • |
Google Oneindia Bengali News

ওড়িশার কন্ধমালের গচাপদা থানার বারলা গ্রামে মাওবাদী হামলা। বুধবার বিকেলে হওয়া এই হামলায় এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে। ভোটের কাজে যাওয়া ওই কর্মীকে গুলি করে মারা হয়। তাঁদের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। মৃত ভোটকর্মীকে সনাক্ত করা গিয়েছে। তাঁর নাম সংযুক্তা দিগাল। তিনি নির্বাচনের কাজে যাচ্ছিলেন। সেই সময় গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। গাড়িটি রক্ষা পেলেও, সঙ্গে সঙ্গে গুলি চালায় মাওবাদীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভোট কর্মীর। তাঁর সঙ্গে যাওয়া অন্য ভোটকর্মীরা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

ওড়িশায় মাওবাদী হামলা! মহিলা ভোটকর্মীর মৃত্যু

এদিকে মাওবাদী হামলায় ভোটকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

অন্য একটি ঘটনায় মাওবাদীরা একটি বাইক এবং অন্য দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। গাড়িগুলি প্রত্যন্ত ফিরিঙ্গিয়া গ্রামে ভোটের সরঞ্জাম, যেমন ইভিএম, ভিভিপ্যাট নিয়ে যাচ্ছিল। তবে গাড়ি দুটিতে আগুন দেওয়ার আগে সেখানে থাকা ১৩ জন আরোহীকে নামিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার ওড়িশার বার্গার, সুন্দরগড়, বোলাঙ্গির, কন্ধমালে ভোট।

[আরও পড়ুন:ভোট ঘিরে রণক্ষেত্র চোপড়া! পাথরবৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি][আরও পড়ুন:ভোট ঘিরে রণক্ষেত্র চোপড়া! পাথরবৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি]

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
Maoists kill polling official in Odisha, torch vehicles ahead of 2nd phase of LS poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X