For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড নিয়ে এই বার্তা দিল মাওবাদীরা

কন্নড় সাংবাদিক গৌরি লঙ্কেশের হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)।

  • |
Google Oneindia Bengali News

কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্য়াকাণ্ড নিয়ে এবার মুখ খুলল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)। তারা জানিয়েছে, বহুদিন ধরেই সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের নেপথ্যে কোন শক্তি রয়েছে, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। অনেকেই এই বিষয়ে আঙুল তুলেছেন দেশের মাওবাদী সংগঠনগুলির দিকে। তবে মাওবাদীরা গোটা বিষয়টিকে নস্যাৎ করে দিয়ে 'হিন্দু ফ্যাসিবাদীদের' কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

গৌরি লঙ্কেশ হত্যাকাণ্ড নিয়ে এই বার্তা দিল মাওবাদীরা

সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে মাওবাদীদের তরফে সরাসরি সঙ্ঘ পরিবারের দিকে আঙুল তুলেছে। তারা জানিয়েছে, গোটা দল, বামপন্থী তথা গণতান্ত্রিক চিন্তাভাবনা রাখা সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুতে নিন্দা প্রকাশ করছে। মাওবাদীরা নিজেদের বিবৃতিতে জানিয়েছে, 'হিন্দু ফ্যাসিবাদী সংগঠন তথা বিজেপি দ্বারা পরিবৃত সংঘপরিবারই এর নেপথ্যে রয়েছে।'

দলের তরফে জানানো হয়েছে, বামপন্থী মানসিকতা রাখা সকল মানুষের উচিত এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামা। মাওবাদী সংগঠনের তরফে জানানো হয়েছে, " যবে থেকে 'গুজরাত ফাইলস' নামে বইটির অনুবাদ করেছেন লঙ্কেশ তবে থেকেই হিন্দুত্ববাদী সংগঠনের চক্ষুশূল হয়ে গিয়েছেন তিনি। " এছাড়াও নিজেদের বক্তব্যে , বিজেপি নেতা ডি এন যুবরাজের মন্তব্যের প্রসঙ্গ টেনে গৌরি লঙ্কেশের মৃত্যুর ঘটনার ব্যাখ্যা করেছে তারা। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন একহাত নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

English summary
The Communist Party of India (Maoist) has rejected the “propaganda by Hindu fascist forces” that Kannada journalist Gauri Lankesh was killed by Maoists. It said that the “Sangh Parivar” killed Lankesh to muzzle the voice of pro-people forces.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X