For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ওয়ার্কিং কমিটিতে তারুণ্যের জয়গান, বাদ পড়লেন এই বর্ষীয়ানরা

কংগ্রেস ওয়ার্কিং কমিটির ৫১ সদস্যের ২৪ জনের বয়স ৫০ এর নিচে। অনেক বর্ষীয়ান নেতাকেই বাদ দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

মঙ্গলবারই তাঁর প্রথম ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছেন রাহুল গান্ধী। দেখা যাচ্ছে সেখানে বাদ পড়েছেন দলের একসময়ের অনেক দাপুটে নেতাই। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের কমিটিতে তরুণ রক্তের আমদানী করতে চাইছেন কংগ্রেস সভাপতি।

রাহুলের ওয়ার্কিং কমিটিতে তারুণ্যের জয়গান

গত বছরের ১৬ ডিসেম্বর সভাপতি পদে উন্নীত হন রাহুল গান্ধী। এরপর সাতমাস ধরে তিনি ঘর গুছিয়েছেন। নয়া ওয়ার্কিং কমিটিতে নিয়মিত সদস্য রাখা হয়েছে ২৩ জন। ১৮ জন স্থায়ী আমন্ত্রিত সদস্য ও ৮ জন বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ওয়ার্কিং কমিটিতে। এই মোট ৫১ জন সদস্যের মধ্যে ২৪ জনের বয়সই ৫০-এর নিচে।

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নিয়মিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এআইসিসি কোষাধ্যক্ষ মতিলাল ভোরা, এবং গুলাম নবী আজাদ, মল্লিকার্জুন খাড়গে, এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, উমেন চণ্ডীর মতো বর্ষীয়ান নেতারা। এছাড়া এই কমিটিতে রয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, বর্ষিয়ান নেতা আনন্দ শর্মা, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, রাজ্যসভার সাংসদ কুমারী শৈলজা, মুকুল ওয়াসনিক, অবিনাশ পান্ডে, কেসি বেনুগোপাল, দীপক বাবারিয়া, তাম্রধ্বজ সাহু, রঘুবীর মিনা, গইখঙ্গম এবং অশোক গেহলট।

এই কমিটিতে যেসব বড় নেতার জায়গা হল না তাদের মধ্যে আছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, জনার্দন দ্বিবেদী এবং অতীতে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলান মধুসূদন মশিদ, মোহনপ্রকাশ এবং সিপি জোশী। তবে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে জায়গা পেয়েছেন বর্ষীয়ান নেতা শীলা দীক্ষিত এবং পি চিদম্বরম।

তবে স্থায়ী আমন্ত্রিত সদস্যদের মধ্যেও তারুণ্যেরই জয়গান, আছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বালাসাহেব থোরাট, তারিক হামিদ কররা এবং রণদীপ সুরজেওয়ালার মতো তরুণ নেতারা। প্রত্যেক প্রদেশ কংগ্রেস সভাপতিই সিডব্লিউসির স্থায়ী আমন্ত্রিত সদস্য হয়েছেন। বিশেষ আমন্ত্রিতদের মধ্যে আছেন রোহতাকের সাংসদ দীপেন্দর হুডা এবং হরিয়ানার বিধায়ক কুলদীপ বিষ্ণোই।

এবারের কমিটিতে অনেক বর্ষীয়ান নেতাই যে বাদ পড়তে চলেছেন তা অনেক আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। যুব কংগ্রেসের সভাপতি থাকাকালীনই রাহুল জোতিরাদিত্য, রণদীপ সুরজে ওয়ালাদের মতো তুণ নেতাদের নিয়ে নিজের ঘর সাজিয়ে নিয়েছিলেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দার হুডা বা হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ওয়ার্কিং কমিটিতে জায়গা পাবেন বলেই মনে করা হয়েছিল। কংগ্রেসের হাতে এখন সামান্য কয়েকটি রাজ্যের ক্ষমতাই রয়েছে। তার মধ্যে অন্যতম পঞ্জাব। তাই অমরিন্দর সিং ওয়ার্কিং কমিটিতে থাকবেন বলে খবর ছিল। এর আগে তিনি ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য ছিলেন। আগামী ২২ জুলাই এই কমিটির প্রথম বৈঠক হবে।

English summary
24 of 51 members of Congress working committee are aged under 50. Many veteran leaders are Excluded.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X