For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি নিয়ে বিজেপির আক্রমণ! চালু হলে কাকে কাকে দিল্লিতে ছাড়তে হবে, পাল্টা দিলেন কেজরিওয়াল

দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারিকে লক্ষ্য করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনআরসি নিয়ে আক্রমণ করতে গিয়ে কেজরিওয়াল এদিন বলেন, যদি দিল্লিতে এনআরসি চালু হয়, তাহলে প্রথমেই যাঁদের শহর

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারিকে লক্ষ্য করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনআরসি নিয়ে আক্রমণ করতে গিয়ে কেজরিওয়াল এদিন বলেন, যদি দিল্লিতে এনআরসি চালু হয়, তাহলে প্রথমেই যাঁদের শহর ছাড়তে হবে, তাঁদের মধ্যে রয়েছেন মনোজ তিওয়ারি। প্রসঙ্গত মনোজ তিওয়ারির জন্ম বিহারে। মনোজ তিওয়ারিকে প্রায়ই এনআরসি নিয়ে কথা বলতে দেখা যায়। গত রবিবার দক্ষিণ দিল্লিতে এক সাংবাদিকে ওপর আক্রমণ হয়েছিল। সেপ্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেছিলেন, সেই হামলা অনুপ্রবেশকারীদের।

কেজরিওয়ালের আক্রমণ

এনআরসি প্রসঙ্গে দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারিকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে অনুপ্রবেশকারীদের হামলা প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। সেই সময় কেজরিওয়াল বলেন, দি দিল্লিতে এনআরসি চালু হয়, তাহলে প্রথমেই যাঁদের শহর ছাড়তে হবে, তাঁদের মধ্যে রয়েছেন মনোজ তিওয়ারি।

জবাব কপিল মিশ্রের

কেজরিওয়ালের মন্তব্যের জবাব দিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তাঁর মন্তব্য, কেজরিওয়াল যা বলেছেন, তা হতবুদ্ধিকর। কটাক্ষ করে তিনি বলেছেন, এটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। দিল্লি রেজিস্টার অফ সিটিজেন্স নয়। এইসব কথা বলে কেজরিওয়াল বাংলাদেশি এবং রোহিঙ্গাদের মধ্যে তাঁর ভোটের ভিত্তি বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন কপিল মিশ্র।

আগেও দিল্লিতে এনআরসির দাবি মনোজ তিওয়ারির

আগেও দিল্লিতে এনআরসির দাবি মনোজ তিওয়ারির

এর আগেও দিল্লিতে এনআরসির দাবি করেছিলেন দিল্লি বিজেপির প্রধান মনোাজ তিওয়ারি। গত মাসে অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার দিনও একই দাবি করেছিলেন মনোজ তিওয়ারি। অভিযোগ করে বলেছিলেন, দিল্লির পরিস্থিতি ভয়াবহ।

[ 'কী অপরাধ ছিল ১১ জনের! ভোটার তালিকা থেকে যেন ইচ্ছাখুশি নাম না কাটা হয়'][ 'কী অপরাধ ছিল ১১ জনের! ভোটার তালিকা থেকে যেন ইচ্ছাখুশি নাম না কাটা হয়']

[ ২০১৯ দুর্গাপুজোয় খিদিরপুর পল্লী শারদীয়া এবার সেজে উঠছে 'ব্যরিকেড' থিমে][ ২০১৯ দুর্গাপুজোয় খিদিরপুর পল্লী শারদীয়া এবার সেজে উঠছে 'ব্যরিকেড' থিমে]

English summary
Arvind Kejriwal took a swipe at Delhi BJP chief Manoj Tiwari this morning, declaring the Bihar-born MP would be among the first required to leave the city if the NRC were to be carried out in the national capital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X