For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের কেন্দ্রেই হারবেন কেজরিওয়াল, ঘোষণা মনোজ তিওয়ারীর

নিজের কেন্দ্রেই হারবেন কেজরিওয়াল, ঘোষণা মনোজ তিওয়ারীর

  • |
Google Oneindia Bengali News

যতই কাছে আসছে দিল্লি বিধানসভা ভোটের দিনক্ষণ ততই ক্রমশ চড়ছে রাজধানীর পারদ। এবার আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেলো দিল্লি বিজেপি ইউনিটের প্রধান মনোজ তিওয়ারিকে।

নিজের কেন্দ্রেই হারবেন কেজরিওয়াল, ঘোষণা মনোজ তিওয়ারীর

বুধবার সকালে একটি বিশেষ সাক্ষাত্কারে তিনি বলেন, আসন্ন দিল্লি নির্বাচনে আপের এমন খারাপ অবস্থা হবে যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও নয়াদিল্লিতে নিজের আসনটি হারাবেন। এই প্রসঙ্গে তাকে আরও বলতে শোনা যায়, “এবারের নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের কোনও সুযোগ নেই, তিনি নয়াদিল্লিতে নিজের নির্বাচনী এলাকা থেকেই নিজের আসনটি হারাতে চলেছেন। সিলামপুরের মতো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে হয়তো কিছুটা হলেও তিনি জয়ের সম্ভাবনা অর্জন করতে পারতেন।”

প্রাসঙ্গিক ভাবে এই ক্ষেত্রে উল্লেখ করা যায় যে দিল্লির বেশ কয়েকটি আসনের মধ্যে সিলামপুরে যথেষ্ট পরিমাণে মুসলিম জনগোষ্ঠী রয়েছে। ওই আসনে এইবার অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস প্রার্থী রোমেশ সবরওয়াল, বিএসপির রামগুলাম এবং বিজেপির সুনীল যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ২০১৫ সালে, অরবিন্দ কেজরিওয়াল বিজেপির নূপুর শর্মা এবং কংগ্রেসের কিরন ওয়ালিয়ার বিরুদ্ধে নয়াদিল্লি থেকে জিতেছিলেন।

শোভনকে নিয়ে ধোঁয়াশা! বুলবুল ঝড়ে কেন মেলেনি কেন্দ্রীয় সাহায্য, জানালেন জয়প্রকাশশোভনকে নিয়ে ধোঁয়াশা! বুলবুল ঝড়ে কেন মেলেনি কেন্দ্রীয় সাহায্য, জানালেন জয়প্রকাশ

English summary
manoj tiwari announced that kejriwal will lose in his own center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X